বিশ্বজুড়ে স্পোর্টসপ্রেমীরা ‘সামার স্পোর্টস সিজন’ শুরুর আনন্দে মেতে উঠেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এর ফিনালে থেকে উইম্বলডন’স সেন্টার কোর্টের ঘাসে এসে লাগা সাম্প্রতিক শেষ শট, সবগুলো মুহূর্তই যেন এই উদযাপনকে আরো উপভোগ্য করে তোলে।
এক দশকেরও বেশি সময় ধরে খেলাধুলার জগতে নিবিড়ভাবে যুক্ত আছে অপো। ২০১৫ সালে এর প্রথম ‘স্পোর্টিং পার্টনারশিপ’ থেকে শুরু করে এই কোম্পানিটি রোল্যান্ড-গ্যারোস এবং উইম্বলডনের সাথে পার্টনারশিপের মাধ্যমে টেনিস জগতকে সমর্থন যোগানোর পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও পার্টনার হিসেবে থেকেছে। নামকরা এসব আন্তর্জাতিক স্পোর্টিং ইভেন্টের সাথে থেকে অপো এর প্রযুক্তি ও উদ্ভাবনীশক্তি কাজে লাগিয়ে খেলার মাঠে আরো বেশি যুক্ত হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী দর্শকরাও আরো সুযোগ-সুবিধা পাচ্ছেন।
‘ইনস্পিরেশন অ্যাহেড’ প্রোপোজিশনকে সামনে রেখে অপো দৃঢ় সংকল্প ও ইতিবাচকতায় সব চ্যালেঞ্জ ও বাধা-বিপত্তি অতিক্রম করে যেতে চায়। বিশ্বমানের স্মার্ট ডিভাইস ও প্রযুক্তিকে সাথে নিয়ে স্পোর্টস জগতের আনন্দময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করতে ও বিশ্বের নানা প্রান্তের দর্শকদের মধ্যে যোগাযোগ স্থাপনে উৎসাহী তারা।
এ বছর উইম্বলডন ও রোল্যান্ড-গ্যারোস এর সাথে অপোর পার্টনারশিপের পঞ্চম বার্ষিকী উদযাপিত হচ্ছে। এ সফল যাত্রার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে টেনিস ও টেকনোলজির সমন্বয়। পার্টনারশিপ চলাকালীন দর্শকরা অপো’র প্রফেশনাল ইমেজিং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে টুর্নামেন্টে ছবি ও ভিডিও রেকর্ড করার সুযোগ পান এবং একইসাথে এই রোমাঞ্চকর মুহূর্তগুলো বিশ্বজুড়ে অন্য টেনিসভক্তদের সাথে ভাগ করে নেয়া হয়। ২০২১ সালে রোল্যান্ড-গ্যারোস এর প্রিমিয়াম পার্টনার হিসেবে এর তৃতীয় বছর উদযাপন করতে অপো ‘প্লে উইথ হার্ট’ নামক একটি ক্যাম্পেইন উদ্বোধন করে, যা সামাজিক মাধ্যমে থাকা টেনিসের প্রতি উৎসাহীদের অনুপ্রাণিত করে। ক্যাম্পেইনের অংশ হিসেবে টেনিসপ্রেমীদের জন্য অপো একটি ‘ওয়াল অব হার্ট’ও গড়ে তোলে, যা মূলত লন্ডন ও প্যারিসের টেনিস ওয়ালের একটি সিরিজ।
অপোর ফ্ল্যাগশিপ ফোন অপো ফাইন্ড এক্স৫ প্রো দিয়ে কম আলোতে ফটোগ্রাফির সুবিধা রয়েছে। ‘রোল্যান্ড-গ্যারোস ২০২২’ চলাকালে এই ফিচার ব্যবহার করে খেলার মাঠে, ক্লে কোর্টে অনেক ছবি তোলা হয়। এমনকি উইম্বলডন চ্যাম্পিয়নশিপসের সাথে পার্টনারশিপে অপো পুরো টুর্নামেন্ট জুড়ে বিশ্বব্যাপী ভক্তদের জন্য অভিজ্ঞতা আরো সুন্দর করতে ও বিশেষ সব মুহূর্ত ভাগ করে নিতে বেশ কিছু কার্যক্রম চালিয়ে যায়।
এ বছর উইম্বলডনে আয়োজিত স্পোর্টিং ইভেন্টগুলোতে স্পোর্টসপ্রেমীদের যথাসাধ্য বেশি যুক্ত রাখতে চায় অপো। এই ইভেন্টের অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বজুড়ে টেনিসভক্তদের দারুণ সব মুহূর্ত ধরে রাখতে সেন্টার কোর্টে দর্শকদের হাতে হাতে দেখা যায় অপোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
এ ইভেন্টে উপস্থিত দর্শকরা অপোর বিভিন্ন ডিভাইসকে সাথে নিয়ে নিজেদের গল্প তৈরি করেছেন এবং সকলের সাথে সে আনন্দ ভাগ করে নিতে বিশেষ ভূমিকা রেখেছে অপো ফাইন্ড এন২। এই ফোনে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি ছাড়াও আছে ৪৪ ওয়াট এর ‘সুপারভুক’ ফ্ল্যাশ চার্জ, যা দিয়ে চাইলেই মাত্র ২৩ মিনিটে ফোনের চার্জ শূন্য থেকে ৫০ শতাংশে নিয়ে নেয়া যায়। তাই ফাইন্ড এন২ ফ্লিপের মতো বিশ্বস্ত সঙ্গীকে সাথে নিয়ে ‘উপভোগ্য উইম্বলডন ২০২৩’ যেন আজীবন ধরে রাখার মতো কিছু স্মৃতি উপহার দেয়।
যুগান্তকারী প্রযুক্তি ও ‘স্পোর্টস স্পিরিট’ এর নিখুঁত সমন্বয়ে অপো এখন বিশ্বের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, গ্রাহকরাও দিন দিন আরো বেশি আকর্ষিত হচ্ছেন এই ব্র্যান্ডের প্রতি। আগামী দিনগুলোতেও মোবাইল ফটোগ্রাফিতে বৈপ্লবিক পরিবর্তন আনার মাধ্যমে ক্রেতাদের ‘বেস্ট স্মার্টফোন এক্সপিরিয়েন্স’ দেবার বিষয়ে আশাবাদী অপো।