জাতীয় নিরাপত্তা ও ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করে দিয়েছে ইরাক। সম্প্রতি দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অ্যাপটি এসব তথ্য সংরক্ষণে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেসেজিংয়ের জন্য অ্যাপটি ইরাকে ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে।
মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকের তথ্য ফাঁস করে এমন প্লাটফর্ম বন্ধের কথা বললেও টেলিগ্রাম সাড়া দেয়নি। এমনকি আবেদনের উত্তরও দেয়নি।