গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা মডেলে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সংযোজন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। এরই মধ্যে খবর বেরিয়েছে, পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের জন্য নতুন তিন সেন্সর নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৪৪০ মেগাপিক্সেলের একটি ক্যামেরাও রয়েছে।
টিপস্টার রেভেগনাসের মতে, স্যামসাং ১ দশমিক ৬ মাইক্রোমিটার পিক্সেলের একটি নতুন ৫০ মেগাপিক্সেল জিএন৬ সেন্সর এবং দশমিক ৬ মাইক্রোমিটারের একটি ২০০ মেগাপিক্সেল এইচপি৭ সেন্সর তৈরি করছে।৷এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ৪৪০ মেগাপিক্সেল এইচইউ১ সেন্সর।
তিনটি সেন্সরই ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ব্যাপক উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। তবে রেভেগনাস বলছেন, এ সেন্সরগুলো স্যামসাংয়ের পণ্যসামগ্রীতে ব্যবহার করা হবে এমন সম্ভাবনা ক্ষীণ।
নতুন ৫০ মেগাপিক্সেল আইএসওসিইএলএল জিএন৬ ১ দশমিক ৬ মাইক্রোমিটার পিক্সেল নিয়ে আইএসওসিইএলএল জিএন১ এবং আইএসওসিইএলএল জিএন২-এর ক্যামেরা সেন্সরগুলোর একটি উত্তরসূরি হতে পারে। এটি হবে আইএসওসিইএলএল জিএন২-এর ১ দশমিক ৪ মাইক্রোমিটার পিক্সেলের একটি আপগ্রেড।
প্রাপ্ত তথ্য যদি সত্য হয় তাহলে আইএসওসিইএলএল জিএন৬ হবে সনির আইএমএস৯৮৯ সেন্সরের সঙ্গে পাল্লা দেয়ার জন্য স্যামসাংয়ের বৃহত্তম এবং প্রথম এক ইঞ্চির ক্যামেরা সেন্সর। এটি হবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য যথোপযুক্ত। রেভেগনাস বলছেন, জিএন৬ সেন্সর স্যামসাংয়ের ফোনে ব্যবহার করা হবে, এমন সম্ভাবনা কম। এটি বরং চীনা নির্মাতাদের ব্যবহার করার সম্ভাবনা বেশি।
২০০ মেগাপিক্সেল এইচপি৭ সেন্সরটি প্রাথমিকভাবে মূলত গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেলের জন্য পরিকল্পনা করা হয়েছিল। পরে উচ্চমূল্যের কারণে সেটি বাতিল করা হয়।