২০২২ সালে গেমিং হাব পরিষেবা চালু করেছে স্যামসাং। এর মাধ্যমে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসের গেম টেলিভিশনে আনা হয়েছে। সে বছরের স্মার্ট টিভিতে প্রথম গেম খেলার সুবিধা চালু করা হয়। গেমসকন ২০২৩ ইভেন্টে এক ঘোষণায় চলতি বছরের শেষে ২০২০ সালের স্মার্ট টেলিভিশনে গেমিং হাব অ্যাপ চালুর কথা জানিয়েছে।
স্যামসাং টেলিভিশনে গেমিং হাব পরিষেবা চালু করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্টিম থেকে সরাসরি গেম স্ট্রিম করতে পারে। এর জন্য আগের মতো আলাদা কনসোল বা স্ট্রিমিং স্টিকের প্রয়োজন হয় না। এক্সবক্স ক্লাউড গেমিং, জিফোর্স নাও এবং গুগল স্টাডিয়াসহ বড় স্ট্রিমিং পরিষেবার গেম এখানে পাওয়া যাবে।
গেমিং হাব ব্যবহারের মাধ্যমে স্পটিফাই ও ইউটিউব দেখা যাবে। ফলে সহজেই গেমিং, মিউজিক ও ভিডিওর মধ্যে পরিবর্তন করা যাবে। অধিকাংশ ব্লুটুথ কন্ট্রোলার ও ভার্চুয়াল কন্ট্রোলারে স্যামসাং গেমিং হাব কাজ করে থাকে। এ কারণে ফিজিক্যাল কন্ট্রোলার ও খালি হাতে খেলতে চাইলেও গেমিং হাবে সুবিধা পাওয়া যাবে। যাদের কাছে ২০২০ সালের স্যামসাং টেলিভিশন আছে তারা শিগগিরই ক্লাউড গেমিংসহ অন্যান্য পরিষেবার সুবিধা পাবে।