ফাইভজি প্রযুক্তির টেলিকম সরঞ্জাম বিক্রিতে নিষেধাজ্ঞার মুখেও অস্ট্রেলিয়ায় ব্যাপক মুনাফা করেছে হুয়াওয়ে। পাশাপাশি রাজস্বও বেড়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির।
কোম্পানির তথ্যানুযায়ী, ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় রাজস্ব আয় প্রায় ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ কোটি ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলার, যেখানে ২০১৭ সালে ছিল ৬২ কোটি ৩০ লাখ ডলার।
খাতওয়ারি রাজস্ব আয় হিসাব শুরুর পর দেখা গেছে, চীনের বাইরে হুয়াওয়ের রাজস্ব বাড়ছেই। অস্ট্রেলিয়ায় ২০১৮ সালে পণ্য বিক্রি থেকে আয় ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৭০ লাখ অস্ট্রেলিয়ান ডলার। এছাড়া পরিষেবা খাতে রাজস্ব ২২ শতাংশ বেড়ে হয়েছে ১৫ কোটি ৪০ লাখ ডলার এবং অবকাঠামো নির্মাণ খাতে ১২ শতাংশ বেড়ে আয় দাঁড়িয়েছে ১৬ কোটি ৪০ লাখ ডলার।
এর বিপরীতে অস্ট্রেলিয়ায় হুয়াওয়ের কস্ট অব সেলস ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৭০ লাখ ডলার। এছাড়া ২০১৭ সালে প্রতিষ্ঠানটির কর পূর্ব মুনাফা যেখানে ছিল ৩ কোটি ২০ লাখ ডলার, সেখানে ২০১৮ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৭ লাখ ডলার। ২০১৮ সালে তারা ৯৩ লাখ ডলার আয়কর দিয়েছে, যা ২০১৭ সালে ছিল ১ কোটি ৬৩ লাখ ডলার।
তবে হুয়াওয়ে অস্ট্রেলিয়ায় কর্মীদের বেতন বাবদ ব্যয় কমিয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ৩৪৩ জন কর্মীর বেতন বাবদ ব্যয় ৪ কোটি ৯৪ লাখ ডলার থেকে কমিয়ে ৪ কোটি ৭৫ লাখ ডলারে নামিয়ে এনেছে। এ সময়ে কর অব্যাহতির পরিমাণ ৫ লাখ ১০ হাজার ডলার থেকে কমে নেমেছে ১ লাখ ৩০ হাজার ডলারে।
তবে ২০১৮ সালে গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় ৪৭ লাখ ডলারে স্থিতিশীল ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিরাপত্তা ঝুঁকির অজুহাতে যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশে ফাইভজি নেটওয়ার্ক সরঞ্জাম বিক্রি করতে পারছে না হুয়াওয়ে। অস্ট্রেলিয়ায়ও হুয়াওয়ের ফাইভজি সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ। ফলে দেশটিতে সার্বিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে বরাবরের মতো নিরাপত্তা ঝুঁকির অভিযোগ উড়িয়ে দিয়ে হুয়াওয়ে বলেছে, এ নিষেধাজ্ঞার কারণে নেটওয়ার্ক ব্যবসা সংকুচিত হলেও আগামী অর্থবছরও তাদের মুনাফা ও রাজস্ব প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।