যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস ইনকরপোরেশনের (এএমডি) সঙ্গে একটি অংশীদারত্ব গঠন করেছে স্যামসাং। মূলত দক্ষিণ কোরিয়ার এ কোম্পানি স্মার্টফোনে এএমডির গ্রাফিকস প্রসেসিং ইউনিট যুক্ত করতে এ চুক্তি করেছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিকে স্যামসাংয়ের অপেক্ষাকৃত দামি স্মার্টফোনগুলোকে এ প্রযুক্তির আওতায় আনা হবে। তবে ২০২৪ সাল নাগাদ মিড রেঞ্জ ফোনগুলোতেও এএমডির আরডিএনএ গ্রাফিক্স সুবিধা যুক্ত করা হবে।
আরডিএনএ গ্রাফিক্স প্রযুক্তি স্যামসাংয়ের বাজেট ফোনগুলোরও একটি অনন্য বৈশিষ্ট্য হয়ে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বৈশিষ্ট্যের কারণে প্রতিযোগিতামূলক বাজারে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকবে প্রতিষ্ঠানটি।
এএমডির সঙ্গে স্যামসাংয়ে এ অংশীদারত্বের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে, দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির মিড রেঞ্জ ডিভাইসগুলোর ইমেজ প্রসেসিং সক্ষমতা বাড়ানো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রেভেগনাস নামে নির্ভরযোগ্য একটি অ্যাকাউন্ট থেকে এ পরিকল্পনার তথ্য ফাঁস করা হয়েছে।
রেভেগনাস বলছে, এএমডির গ্রাফিক্স প্রাথমিকভাবে স্যামসাংয়ের স্মার্টফোনের ইমেজ প্রসেসিং সক্ষমতাকে আরো শক্তিশালী করবে। এ কৌশলগত পদক্ষেপ প্রতিষ্ঠানটির মিড রেঞ্জ মডেলের ডিভাইসগুলোয় মেশিন লার্নিং সিস্টেমকে আরো উন্নত করে তুলবে। তীব্র প্রতিযোগিতামূলক বাজারে এর সুবিধা নেবে স্যামসাং।
গেমিং পারফরম্যান্স হয়তো দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রাথমিক ফোকাস নাও হতে পারে। তবে তাদের ভবিষ্যৎ স্মার্টফোনগুলো এএমডি গ্রাফিক্স সুবিধা থেকে বেশ ভালোভাবে উপকৃত হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কেননা, নতুন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) সুবিধার দিক থেকে বর্তমানে ব্যবহৃত মালি ইউনিটকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।