দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণে ফাইভজি প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ ধরনের একটি কর্মসূচি নিয়ে যৌথভাবে কাজ করছে দেশটির মিলিটারি একাডেমি ও মোবাইল ক্যারিয়ার এসকে টেলিকম।
জানা গেছে, এ দুই প্রতিষ্ঠান যৌথভাবে সেনাবাহিনীর জন্য এমন একটি স্মার্ট একাডেমি তৈরি করবে, যেখানে তারবিহীন ফাইভজি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), ইন্টারনেট অব থিংস (লট), ক্লাউড, বিগডাটা ও মোবিলিটির মতো আধুনিক প্রযুক্তি।
এছাড়া ড্রোন ও কোয়ান্টাম সিকিউরিটি নিয়ে যৌথভাবে গবেষণাও করবে প্রতিষ্ঠান দুটি।
চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সিউলের মিলিটারি একাডেমিতে ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করছে এসকে টেলিকম। প্রতিষ্ঠানটি বলছে, মিলিটারি একাডেমির নিরাপত্তা ও অবস্থান বিবেচনায় নিয়ে কাস্টমাইজড নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হবে।
এ ব্যাপারে মিলিটারি একাডেমি বলছে, নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে প্রশিক্ষণার্থী সেনাসদস্যদের জন্য ভিআর শুটিং এবং ভিআর ও এআরভিত্তিক সিমুলেটর তৈরি করা হবে।
এসকে টেলিকম একাডেমির এ ভিআর শুটিংকে হলিউডের ‘রেডি প্লেয়ার ওয়ান’ সিনেমার সঙ্গে তুলনা করছে।
এসকে টেলিকম জানিয়েছে, ফাইভজির লো ল্যাটেন্সি ও দ্রুতগতির ব্রডব্যান্ড নেটওয়ার্কে একসঙ্গে ২০০ সেনাসদস্য এ সিস্টেমে যুক্ত হতে পারবেন। প্রশিক্ষণার্থী সেনাসদস্যরা পরিধানযোগ্য একটি ডিভাইস পাবেন, যেটির মধ্যে থাকা বিগ ডাটা ও এআই প্রযুক্তির মাধ্যমে সেনাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে একাডেমি।