শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে জাতীয়ভাবে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় ৮ থেকে ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার তারিখ ও সময় যথাক্রমে গ্রুপ ক: ০২ অক্টোবর এবং গ্রুপ খ: ০৩ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের পক্ষ এই তথ্য জানানো হয়। প্রতিবছর ১৮ অক্টোবর যথাযথ মর্যদায় জাতীয়ভাবে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘ক’ শেণিভুক্ত শেখ রাসেল দিবস উদ্যাপন করা হ্য়।
এর পাশাপশি স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতীয়ভাবে স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় বাংলাদেশি ৮ বছরের ঊর্ধ্বের সকল জনগণ অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার তারিখ ও সময় যথাক্রমে গ্রুপ ক: ২৪ সেপ্টেম্বর, গ্রুপ খ: ২৫ সেপ্টেম্বর এবং গ্রুপ গ: ২৬ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে।
নিবন্ধন করার লিংক: https://quiz.smartbangladesh.gov.bd/ এবং https://quiz.sheikhrussel.gov.bd/