মার্কিন বাজারে নতুন নিষেধাজ্ঞার পথে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এরই মধ্যে জিওপি আইন প্রণেতারা ফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে নিষিদ্ধ করার জন্য বাইডেন প্রশাসনকে চাপ প্রয়োগ কতে শুরু করেছেন।
ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হচ্ছে, বাজারে হুয়াওয়ের নতুন মডেলের একটি মোবাইল ফোন আসার পরই এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
হুয়াওয়ের নতুন ফোনটিতে চীনা ৭ ন্যানোমিটার সাইজের চিপ ব্যাবহার করা হয়েছে, যা মার্কিন প্রযুক্তিনির্ভর বলে ধারণা করছে ওয়াশিংটন। সংশ্লিষ্টরা মনে করছেন, চীনের প্রযুক্তিগত এবং সামরিক শক্তিকে দাবিয়ে রাখতেই বাইডেন প্রসাশন এই নীতি অবলম্বন করছে।
এর আগে হুয়াওয়ে ফোনে ব্যবহৃত চিপটির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন শুরু থেকেই চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ন্ত্রণ করছে। এছাড়াও জিওপি আইন প্রণেতারা চীনা কোম্পানিগুলোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে চান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।