মেটার নতুন অ্যাপ থ্রেডের সম্প্রতি চালু হওয়া কিওয়ার্ড সার্চিং সব বিষয়ের জন্য কাজ করবে না। অ্যাপটিতে ভ্যাকসিন, কভিডের মতো সম্ভাব্য সংবেদনশীল শব্দগুলোর জন্য অনুসন্ধান ব্লক করে দেয়া হয়েছে। এছাড়া এ তালিকায় আরো কিছু শব্দ রয়েছে, যেগুলো এর আগে মেটায় ভুল তথ্য দিয়েছিল।
অ্যাপটির এ সীমাবদ্ধতা সম্পর্কে প্রথম প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এ বিষয়ে মেটার যুক্তি, থ্রেডে বিতর্কিত বিষয়বস্তুর বিস্তার রোধের প্রচেষ্টা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ব্লক করা কিওয়ার্ডগুলোর মধ্যে কভিড, করোনাভাইরাস, কভিড-১৯, ভ্যাকসিন, কভিড ভ্যাকসিনের মতো শব্দগুলো রয়েছে। এছাড়া সম্ভাব্য অস্বাস্থ্যকর বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত অন্যান্য শব্দ, যেমন রক্ত, নগ্নতা ও যৌনতার মতো শব্দও ব্লক করে দেয়া হয়েছে।
এক বিবৃতিতে এ ধরনের সার্চ রেজাল্টে এসব শব্দ ব্লক করার কথা স্বীকার করলেও এটিকে অস্থায়ী ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছে মেটা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, সম্ভাব্য সংবেদনশীল বিষয়বস্তুসংক্রান্ত অনুসন্ধানের ফলাফল আপাতত দেয়া হবে না।
মেটার ইতিহাস বলছে, তাদের মালিকানাধীন থ্রেড অ্যাপে অনুসন্ধানের বিষয়ে সতর্ক থাকার বিশেষ কিছু কারণ রয়েছে। বিশেষ করে এর আগে একই কোম্পানির মালিকানাধীন ইনস্টাগ্রামের অনুসন্ধানে ভুল তথ্যের জন্য ব্যাপক সমালোচনা হয়েছিল।