বাজারে নতুন মিররলেস ডিজিটাল ক্যামেরা উন্মোচন করেছে ফুজিফিল্ম। জিএফএক্স১০০ টু নামে এটি আনা হয়েছে। আগেও কোম্পানিটি এক্স-এস২০ নামের মিররলেস ক্যামেরা বাজারে এনেছে।
কোম্পানির দাবি নতুন ক্যামেরাটি উন্নত ইমেজ সেন্সরের সহায়তায় হাই-বার্স্ট শুটিং ভিডিও পারফরম্যান্স দেবে। ফুজিফিল্ম জিএফএক্স১০০ টু ক্যামেরায় দ্রুতগতির এক্স-প্রসেসর ৫ ইঞ্জিনযুক্ত ইমেজ সেন্সর ব্যবহার করা হয়েছে। নতুন এ সেন্সর ও প্রসেসিং ইঞ্জিন ফটোগ্রাফার ও ফিল্মমেকারদের সঠিকভাবে ভিডিও ও ছবি ধারণে সহায়তা করবে।
ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ৮ ফ্রেমে ১০২ মেগাপিক্সেলের ছবি তোলার এবং ৬০ পিক্সেল রেজল্যুশনে ফোরকে ভিডিও ধারণ করতে দেবে।
ক্যামেরায় ইথারনেট পোর্ট, একটি টাইপ এ এইচডিএমআই ও ইউএসবি-সি পোর্ট রয়েছে। ইউএসবি-সি টার্মিনালের মাধ্যমে এক্সটার্নাল এসএসডিও ব্যবহার করা যাবে।
আগের মডেলের তুলনায় নতুন ক্যামেরার বাটন ভালোভাবে তৈরি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী সেপ্টেম্বরের শেষ নাগাদ ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এর দাম ৭ হাজার ৪৯৯ ডলার ৯৫ সেন্টের কাছাকাছি হতে পারে।