গুগলের অ্যান্ড্রয়েড ব্যবহারের সুবিধা বন্ধ হওয়ার পর নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস উন্মোচন করে হুয়াওয়ে। অ্যান্ড্রয়েড ওপেন সোর্সনির্ভর হলেও এর বৈশিষ্ট্য ও ফিচার সম্পূর্ণ আলাদা। কোম্পানিটি সম্প্রতি কাস্টম ওএসের চতুর্থ ভার্সন উন্মোচন করেছে। এর পরের এক মাসে এক কোটির বেশি ডিভাইসে হারমনি ওএস৪ ইনস্টল করা হয়েছে বলে জানা গেছে।
আগে দেয়া ঘোষণায় চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে জানায়, হারমনি ওএস৪ উন্মোচনের দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ ডিভাইসে ইনস্টল করা হয়েছে। প্রথম দিনেই ১০ লাখ ব্যবহারকারী অপারেটিং সিস্টেম আপডেট করেছে বলেও জানা গেছে। এলিজিবল বা কার্যকর ডিভাইসগুলোয় দ্রুত সময়ের মধ্যে নতুন অপারেটিং সিস্টেম পৌঁছে দিচ্ছে হুয়াওয়ে। হারমনিওএস ৪.০ বেটা প্রোগ্রামে কোম্পানিটি প্রথমে ৩০টি ও পরে আরো ৩৭টি ডিভাইস যুক্ত করেছে।
হারমনি ওএস৪-এ বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের থিম টেমপ্লেট ও স্টাইলিশ লেআউট ডিজাইন দেয়া হয়েছে। সূত্রের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা অ্যাপ আইকনের রঙ পরিবর্তন করতে পারবে। পাশাপাশি ওয়ালপেপার ও হোমস্ক্রিনে পছন্দের ইমোজি যুক্ত করতে পারবে।
হারমনি ওএসের নতুন ভার্সন নোটিফিকেশন নিয়ন্ত্রণের সুবিধাও দেবে। প্রয়োজন অনুযায়ী নোটিফিকেশন সাজানো যাবে। একই অ্যাপের নোটিফিকেশন কার্ড আকারে একত্রিত থাকবে, ফলে পুরোটা না খুলেই বিস্তারিত জানা যাবে। এছাড়া ডাবল ক্লিকের মাধ্যমে ছবি ও লেখা যাচাইয়ের সুবিধাও পাওয়া যাবে।
কম্পিউটারেও হারমনি ওএস আনার বিষয়ে ভাবছে হুয়াওয়ে। অভ্যন্তরীণ সূত্রের তথ্যানুযায়ী, আগামী বছর থেকে হয়তো ন্যাটিভ ওএস পরিচালিত ল্যাপটপ বাজারজাত করবে কোম্পানিটি।