বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে বিজ্ঞাপন। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে এমন খবর প্রকাশ হয়। এতে বলা হয়েছে, চ্যাট স্ক্রিনে বিজ্ঞাপন আনার ব্যবস্থা করতে পারে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।
স্বাভাবিকভাবেই এই খবরটি নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি যথেষ্ট জনপ্রিয় ব্যবহারকারীদের কাছে। তা ছাড়া সাম্প্রতিক কিছু পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীদের মধ্যে এই আশঙ্কা আরও প্রবল হয়েছে।
ফেসবুক ও ইন্সটাগ্রামে ইতিমধ্যেই ‘ভেরিফাইড’ নামে সাবস্ক্রিপশন পরিষেবা শুরু করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্লু টিক পাবেন। ফলে শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন যুক্ত হতে পারে এমন আশঙ্কা করছেন অনেকে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন আনার বিষয়টি অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপে প্রধান উইল ক্যাথকার্ট শুক্রবার তাঁর এক্স (টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছেন, বিজ্ঞাপন আসার খবরটি মিথ্যা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন আনার পরিকল্পনা নেই বলে জানান তিনি। তবে ভবিষ্যতে মেসেজিং অ্যাপটিতে বিজ্ঞাপন যুক্ত হতে পারে কিনা, এই সম্পর্কে কিছু জানাননি হোয়াটসঅ্যাপের প্রধান।
২০১৪ সালে ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক কর্তৃপক্ষ। তখন অনেকেই মনে করেছিলেন এতো মূল্যবান নয় অ্যাপটি। কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রয়োজন মেটাচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন বাড়ছে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা। ভবিষ্যতে তা আরও বাড়বে বলে আশা করা যায়।