ধসে পড়া সেতুকে ঠিক আছে বলে দেখিয়েছিল গুগল ম্যাপস। এরপর ওই পথ ধরে যাওয়ার সময় ডুবে মারা যান ফিলিপ প্যাক্সন। এ ঘটনায় ওই মার্কিন ব্যক্তির পরিবার টেক জায়ান্টটির বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, গুগল তাদের জনপ্রিয় অ্যাপটি আপডেট করতে ব্যর্থ হওয়ায় এ মৃত্যু। খবর বিবিসি।
নিহত ফিলিপেরে পরিবার বলছে, সেতুটি নয় বছর আগে ধসে পড়লেও গুগল অবহেলা করে তা দেখাতে ব্যর্থ হয়েছিল।
২০২২ সালের সেপ্টেম্বরে উত্তর ক্যারোলিনার হিকরিতে ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়ে গাড়ি চালানোর সময় ফিলিপ মারা যান।
গুগলের একজন মুখপাত্র বলেছেন, কোম্পানি অভিযোগগুলো পর্যালোচনা করছে।
গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ওয়েক কাউন্টির সিভিল কোর্টে এ মামলা দায়ের হয়।
মেয়ের নবম জন্মদিনের পার্টি শেষে বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় অপরিচিত রাস্তা বেছে নিয়েছিলেন ফিলিপ প্যাক্সন। এর আগেই দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাড়ি ফিরে যান। তিনি বন্ধুকে অনুষ্ঠানস্থল পরিষ্কারে সাহায্যের জন্য রয়ে গিয়েছিলেন।
পরিবারটির আইনজীবী এক বিবৃতিতে বলেন, স্থানীয় রাস্তাগুলো ফিলিপের অপরিচিত ছিল। তিনি গুগল ম্যাপসের ওপর নির্ভর করেছিলেন। ভেবেছিলেন, ওই রাস্তা ধরে এগোলে নিরাপদে স্ত্রী ও কন্যাদের কাছে পৌঁছাবেন।
মামলায় দাবি করা হয়, ২০১৩ সালে ব্রিজটি ভেঙে পড়ার পর অনলাইনে মানচিত্র পরিবর্তন করার জন্য বারবার গুগলের সঙ্গে যোগাযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা।
আরো জানা যায়, এ ধরনের সেতুর ক্ষেত্রে সাধারণত প্রবেশদ্বার জুড়ে কিছু বাধা স্থাপন করা হয় ও সতর্ক সংকেত থাকে। কিন্তু তা ছিল না। এ কারণে সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা তিনটি স্থানীয় কোম্পানির বিরুদ্ধেও মামলা করেছে পরিবারটি।
গুগলের একজন মুখপাত্র বলেছেন, ফিলিপ প্যাক্সনের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে। আমাদের লক্ষ্য হলো মানচিত্রে সঠিক তথ্য দেয়া এবং আমরা মামলাটি পর্যালোচনা করছি।