কোয়ালকম সম্প্রতি তাদের সর্বশেষ চিপ স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চালু করেছে। যা অত্যাধুনিক ৪ ন্যানোমিটারের প্রযুক্তিতে তৈরি। মূলত বাজেট সচেতন মিডরেঞ্জ স্মার্টফোন নির্মাতাদের জন্যই এটি বাজারে এসেছে।
স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ কোয়ালকমের উন্নত ক্রায়ো সিপিইউ এবং অ্যাড্রেনো জিপিইউর (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) মাধ্যমে পরিচালিত হবে। পাশাপাশি কোম্পানির কোয়ালকম কুইক চার্জ ৪+ প্রযুক্তি থাকবে। আসন্ন রেডমি নোট ১৩ সিরিজে এটি ব্যবহার করা হবে বলে জানা গেছে যা চলতি মাসে উন্মোচন হতে যাচ্ছে।
নতুন চিপসেটটিতে একটি ডেডিকেটেড কোয়ালকম এআই ইঞ্জিন রয়েছে, যা ব্যবহারকারীদের কোয়ালকম চিপটিতে ফোরকে এইচডিআর ভিডিও ক্যাপচার করার পাশাপাশি উন্নত নাইট টাইম, লো লাইটের ফটো তুলতে সহায়তা করবে। বিশেষ করে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২-এর চারটি পারফরম্যান্স কোর রয়েছে, যা ২ দশমিক ৪ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডে চলবে।
এছাড়া চিপসেটটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ফুল এইচডি প্লাস ডিসপ্লে চালাতে সক্ষম। পাশাপাশি জিরো শাটার ল্যাগসহ ২০০ মেগাপিক্সেল ফটো ক্যাপচার পর্যন্ত সমর্থন করতে পারবে। কোয়ালকমের নতুন চিপসেটটি স্ন্যাপড্রাগন এক্স৬২ ফাইভজি মডেমের সঙ্গে আসবে।