টেকনোর স্মার্টফোন কেনার সময় খেয়াল রাখতে হয়, আপনি যে স্মার্টফোনটি কিনছেন সেটি দিয়ে ফাইল রাখা, ছবি তোলা, ভিডিও করা, সেগুলো এডিট করা এবং স্টোর করা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার কাজগুলো করতে পারবেন কি না। অথবা কতটা করতে পারবেন। এজন্য টেকনো ফোন কেনার যেসব কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
টেকনোর স্মার্টফোন যে সমস্যাগুলো হয়ে থাকে
ফোনের ওভারহিটিং সমস্যা
ফোনের স্ক্রীন সঠিকভাবে কাজ করে না
ফোনের ইন্টারফেস স্লো বা ল্যাজি ইউজার
ফোনে দ্রুত ব্যাটারি ড্রেন হয়
ফোনে সেলুলার নেটওয়ার্ক সমস্যা এবং মোবাইল ডেটা কাজ করে না ঠিকমত
ফাস্ট চার্জিংয়ের কথা বললেও ধীরগতির চার্জিং হয়
চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন-
প্রসেসর ও ব়্যাম
আপনার স্মার্টফোনটি কতটা স্মার্ট তা নির্ভর করে ফোনের প্রসেসরের উপর। তাই ফোন কেনার আগে এই প্রসেসরের উপর বিশেষ নজর রাখা উচত৷বর্তমানে সর্বাধুনিক প্রসেসর বলতে বাজারে আছে স্ন্যাপড্রাগন প্রসেসর। মূলত আপনার স্মার্টফোনটি কতটা দ্রুত কাজ করবে তা নির্ভর করে প্রসেসর ও ব়্যামের উপর।
ক্যামেরা
ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। কারণ ভালো ছবি তোলার জন্য চাই ভাল মানের ক্যামেরা। যত বেশি মেগাপিক্সেল হবে ততই ভালো ছবি উঠবে আসলে সেটা ঠিক না। যে ফোনের বেশি মেগাপিক্সেল থাকবে সেখানে অবশ্যই সর্বাধুনিক প্রসেসর থাকবে ।এছাড়া সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরার ভূমিকাও গুরত্বপূর্ণ। তাই সে দিকেও নজর দেওয়া উচিত ফোন কেনার আগে।
ডিসপ্লের সাইজ
স্মার্টফোন কেনার আগে ফোনের ডিসপ্লে বা স্ক্রিনের আকারটি দেখে নেওয়া উচিত। এখন বড় স্ক্রিনের মোবাইল বেশি জনপ্রিয়। তবে আপনার ছোট ডিসপ্লে পছন্দ হলে সেক্ষেত্রে আপনি ছোট ডিসপ্লে’র স্মার্টফোন কিনতেই পারেন। তবে এটি আসলে নির্ভর করবে কোন সাইজের ডিসপ্লে ব্যবহারে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন