তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে হ্যাকাররাও আক্রমণের মাধ্যম ও ধরন পরিবর্তন করছে। তাদের ভাণ্ডারে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। অন্যদিকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি কোম্পানিগুলোও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সহজে এর থেকে মুক্তির উপায় নেই। এবার অ্যাপল ওয়াচের মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ তৈরি করেছে হ্যাকাররা।
সম্প্রতি ভারতের প্রযুক্তিবিশেষজ্ঞরা অ্যাপল ওয়াচ ব্যবহারে সতর্ক হতে বলেছেন ব্যবহারকারীদের। ওয়েবকিট ব্রাউজার ইঞ্জিনে এ নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। সাফারিসহ অন্যান্য ব্রাউজ়ার এ ইঞ্জিন থেকে ব্যবহৃত হয়। ফলে শুধু আইফোনই নয়, অ্যাপল ওয়াচের জন্যও এ দুর্বলতা বড় বিপদের কারণ হতে পারে বলে জানিয়েছেন তারা।
হ্যাকাররা এ দুর্বলতাকে কাজে লাগিয়ে দূর থেকেই ব্যবহারকারীদের প্রতারণা করতে একটি ভুয়া ওয়েবসাইট খুলতে বাধ্য করতে পারে। ব্যবহারকারীরা সেই ক্ষতিকর ওয়েবসাইট খুললেই তাদের ব্যক্তিগত তথ্য এবং ফাইলগুলোর অ্যাকসেস নিতে পারে প্রতারকরা। শুধু তাই নয়, সেখান থেকে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার পর্যন্ত ইনস্টল করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সিকিউরিটি কম্পোনেন্ট, কার্নেল এবং ওয়েবকিট কম্পোনেন্টে সার্টিফিকেট ভেরিফিকেশনের সমস্যাগুলোর ফলে অ্যাপল ডিভাইসে এ ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। একজন আক্রমণকারী রিমোট উপায়ে এ দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবহারকারীকে রিকোয়েস্ট পাঠিয়ে তার যাবতীয় তথ্য হাতিয়ে নিতে পারে। এমনকি অর্থ চুরিও সম্ভব।
নতুন এ প্রতারণার ফাঁদ থেকে সুরক্ষিত থাকার জন্য ব্যবহারকারীদের অ্যাপল ডিভাইসে সবশেষ অপারেটিং সিস্টেম ইনস্টলের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। অ্যাপল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় আপডেট সরবরাহ করছে বলে সূত্রে জানা গেছে।