আকর্ষণীয় ফিচারসহ এক্স৩১০০আই গেমিং প্রজেক্টরের নতুন ভার্সন উন্মোচন করেছে বেনকিউ। ভিডিও দেখার পাশাপাশি ডিভাইসটি আরামদায়ক গেমিং অনুভূতিও দেবে।
এক্স৩১০০আই প্রজেক্টরে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এটি সর্বোচ্চ ৩৩০ এএনএসআই লুমেন পর্যন্ত আলো উৎপাদনে সক্ষম। এর কন্ট্রাস্ট রেশিও ৬০০,০০০:১ এবং রেজল্যুশন ১৯২০*১০৮০ পিক্সেল। আকর্ষণীয় বিষয় হচ্ছে এতে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট দেয়া হয়েছে। যারা ফোরকে কনটেন্ট পছন্দ করে তাদের জন্য ৩৮৪০*২১৬০ পিক্সেল পর্যন্ত সাপোর্ট দেবে। প্রজেক্টরে থাকা এলইডিটি ৩০ হাজার ঘণ্টা পর্যন্ত চলবে বলে দাবি কোম্পানির।
এতে কিস্টোন কারেকশন, লেন্স শিফট ও অ্যান্ড্রয়েড ১১ ডঙ্গল রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এতে এয়ারপ্লে, ব্লুটুথ ভার্সন ৫, এইচডিএমআই ২.০বি, ইউএসবি-এ ও ডুয়ালব্যান্ড ওয়াই-ফাই ৫ রয়েছে।
২ হাজার ৩৯৯ ইউরোতে বেনকিউ এক্স৩১০০ প্রজেক্টরটি পাওয়া যাবে। তবে বিশ্ববাজারে কবে নাগাদ এটি আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।