২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে দেশের বাজারে। স্যামসাং এর মত নামিদামি ব্র্যান্ডের পাশাপাশি শাওমি, রিয়েলমি, অপো, ভিভো এর মত জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অনেক ফোন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বাংলাদেশে।
পোকো এক্স৪ প্রো ৫জি : পোকো এক্স৪ প্রো ৫জি তে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে পাবেন 120 Hz রিফ্রেশ রেট। সঙ্গে 360 Hz টাচ স্যামপ্লিং রেট পাওয়া যাবে। ফোনের পিছনে রয়েছে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় পাবেন 64 MP সেন্সর। সঙ্গে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। এই ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 67 W ফাস্ট চার্জ সাপোর্ট পাবেন। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 695 চিপসেট। 6 nm প্রসেসে এই চিপসেটের প্রসেসর ডিজাইন করা হয়েছে। বাংলাদেশী মূল্য : ২২,৪৮৯/- টাকা।
Realme 9 Pro : 5G সাপোর্ট সহ এই ফোনে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Realme UI 3.0 স্কিন। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। এই ফোনে শক্তি জোগাবে MediaTek Dimensity 920 চিপসেট। এই চিপসেটে 5G কানেক্টিভিটি থাকছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 MP সেন্সর। সঙ্গে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 MP সেন্সর। থাকছে 5,000 mAh ব্যাটারি। বাংলাদেশী মূল্য : ২২,১৩৫/- টাকা।
স্যামসাং গ্যালাক্সি M52 5G : Samsung Galaxy M52 5G -তে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকবে। ফোনের ভিতরে রয়েছে শক্তিশালী Snapdragon 778G চিপসেট। ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 MP সেন্সর। সঙ্গে রয়েছে 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 5 MP ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য 32 MP ক্যামেরা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। 5,000 mAh ব্যাটারির সঙ্গে থাকছে 25 W ফাস্ট চার্জিং। বাংলাদেশী মূল্য : ২৩,৬৭৩/- টাকা।
OnePlus Nord CE 2 Lite 5G : OnePlus Nord CE 2 Lite 5G -তে রয়েছে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লেতে পাবেন 120 Hz ডিসপ্লে। সঙ্গে পাবেন 240 Hz টাচ স্যাম্পলিং রেট। এই ফোনেও থাকছে Snapdragon 695 চিপসেট। ট্রিপল ক্যামেরায় থাকছে 64 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 2 MP ডেপ্ত সেন্সর ও আরও একটি 2 MP ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 16 MP সেন্সর। 5,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে পাবেন 33 W ফাস্ট চার্জ সাপোর্ট। বাংলাদেশী মূল্য : ২২,৪৮৯/- টাকা।
রেডমি নোট১১ প্রো প্লাস ৫জি : রেডমি নোট১১ প্রো প্লাস ৫জি তে পাবেন 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। থাকছে 120 Hz রিফ্রেশ রেট ও 360 Hz টাচ স্যামপ্লিং রেট। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় 108 MP প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে 8 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা পাবেন। থাকছে Snapdragon 695 চিপসেট। এই ফোনেও 5,000 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকছে 67 W ফাস্ট চার্জিং।বাংলাদেশী মূল্য : ২৪৮৫৭/- টাকা।