ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। টিকটকে বিভিন্ন বিষয়ের ভিডিওর পাশাপাশি একাধিক ছবির সমন্বয়ে তৈরি স্লাইড শো ভিডিও বেশ জনপ্রিয়। টিকটক অ্যাপের বিল্ট-ইন সুবিধা ব্যবহার করে সহজেই স্লাইড শো ভিডিও তৈরি করা যায়। ভিডিওগুলো স্মার্টফোনে সংরক্ষণ করার পাশাপাশি চাইলে অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করা সম্ভব।
টিকটকে ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—
স্লাইড শো ভিডিও তৈরির জন্য প্রথমে টিকটক অ্যাপের নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। পরবর্তী পেজে থাকা আপলোড অপশনে ট্যাপ করার পর গ্যালারি থেকে পছন্দের একাধিক ছবি নির্বাচন করে নিচে থাকা অটোকাট অপশনে ক্লিক করতে হবে। এরপর গানের সুর নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে স্লাইড শো ভিডিও তৈরি হয়ে যাবে। স্লাইড শো ভিডিওতে চাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট ও বার্তা যুক্ত করা যায়।
ভিডিওতে টেমপ্লেট ও শব্দ ব্যবহারের জন্য ওপরের ডানদিকে থাকা মেনুবার অপশন থেকে পছন্দের টেমপ্লেট ও টেক্সট অপশন থেকে বার্তা লিখতে হবে। এবার পোস্ট বাটনে ক্লিক করলেই ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে টিকটকে পোস্ট হয়ে যাবে। ভিডিওটি টিকটকে প্রকাশ না করে সংরক্ষণ করতে চাইলে সেভ বাটনে ক্লিক করতে হবে।