বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক কিনে নেওয়ার পর থেকে বিপুল সংখ্যক সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে এক্স (টুইটার)। সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য প্রকাশ করেন এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো।
ভক্স মিডিয়া কোড ২০২৩ সম্মেলনে সম্প্রচার মাধ্যম সিএনবিসির জুলিয়া বুর্স্টিনকে দেওয়া সাক্ষাৎকারে এক্স সিইও জানান, প্ল্যাটফর্মটিতে বর্তমান দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২২ কোটি ৫০ লাখ। ইলন মাস্ক অধিগ্রহণের আগের তুলনায় এটি অন্তত ১১ দশমিক ৬ শতাংশ কম।
গত বছর টুইটার কিনে নেওয়ার সপ্তাহখানেক আগে ইলন মাস্কের শেয়ার করা পোস্টে দেখা যায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর২৫ কোটি ৪৫ লাখ।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভক্স মিডিয়া সম্মেলনের পর নিজেদের প্ল্যাটফর্মে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৪ কোটি ৫০ লাখ বলে জানিয়েছে এক্স। তবে সেই হিসাব অনুযায়ীও মাস্কের অধিগ্রহণের পর প্রতিদিন ৩ দশমিক ৭ শতাংশ করে সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে প্ল্যাটফর্মটি।
ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর গত বছর যে তথ্য শেয়ার করেছিলেন, সেটি হিসাব করলেও বিপুল সংখ্যক সক্রিয় ব্যবহারকারী কমতে দেখা যায় এক্সের। ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝি এক টুইটে মাস্ক জানিয়েছিলেন, এক্সের দৈনিক ব্যবহারকারী ২৫ কোটি ৯৪ লাখ। সেই হিসাবে থেকে অন্তত দেড় কোটি ব্যবহারকারী হারিয়েছে প্ল্যাটফর্মটি।
এতো সংখ্যক ব্যবহারকারী হারানোর পরও ২০২৪ সালে এক্স লাভজনক থাকবে বলে আশাবাদী এর প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো। সাক্ষাৎকারে ইয়াকারিনো বলছিলেন, তিনি মাত্র ১২ সপ্তাহ হয়েছে দায়িত্ব নিয়েছেন। এই ১২ সপ্তাহে প্ল্যাটফর্মটি শীর্ষ ১০০ বিজ্ঞাপনদাতার ৯০ শতাংশই ফিরে পেয়েছে।