ডেস্কটপ ব্রাউজারের ১১৭তম ভার্সন চালু করেছে ক্রোম। নতুন এ ভার্সনে অল বুকমার্কস রিমাইন্ডার অপশন সরিয়ে নিয়েছে গুগল। বুকমার্কস বারে প্রবেশ করলে আগে ব্যবহারকারীদের এ রিমাইন্ডার দেখানো হতো। ফিচারটি অনেক ব্যবহারকারীর কাছে বিরক্তিকর ছিল। আপডেটের ফলে এটি এখন আর সামনে আসবে না।
ম্যাটারিয়াল ইউ রিডিজাইনের অংশ হিসেবে ক্রোম ১১৭ এর আগের ভার্সনে অল বুকমার্কস রিমাইন্ডার অপশনটি চালু করা হয়। এটিতে ক্লিক করার পর ব্রাউজারের পাশে সাইডবার চালু হতো এবং সেখানে সব বুকমার্কস একসঙ্গে দেখানো হতো। এর মাধ্যমে মূলত নতুন ব্যবহারকারীদের বুকমার্কসের অবস্থান সম্পর্কে জানানোর চেষ্টা করা হতো।
তবে অভিযোগ রয়েছে, এ ফিচার বুকমার্কস বারের অধিকাংশ জায়গা দখল করত এবং সময় নিয়ে সাজানো বুকমার্কসে সমস্যা তৈরি করত।
সম্প্রতি ক্রোম ১১৭.০.৫৯৩৮.১৩২ আপডেট আনার মাধ্যমে অল বুকমার্কস ফিচার সরিয়ে দিয়েছে। এর ফলে ক্রোমের জায়গা খালি হওয়ার পাশাপাশি বুকমার্কস বারেও চাপ কমবে বলে আশা সংশ্লিষ্টদের। এছাড়া এ আপডেটের মাধ্যমে ১০টি নিরাপত্তা ত্রুটির সমাধান আনা হয়েছে।