কেনিয়ায় গ্রাহকের জন্য ফ্রি অ্যাকসেস পরিষেবা বন্ধ করতে যাচ্ছে নেটফ্লিক্স। দুই বছর আগে দেশটির নাগরিকদের জন্য নিজেদের এক-চতুর্থাংশ কনটেন্ট ‘সাবক্রিপশন ফ্রি’ করেছিল ওটিটি প্লাটফর্মটি। ফলে বিনা খরচে বিভিন্ন শো ও মুভি দেখার সুযোগ ছিল কেনিয়ানদের। তবে সম্প্রতি ওই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্মটি। খবর রয়টার্স।
সাবক্রিপশন গ্রাহকের সুবিধা পেতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। তবে ঠিক কতজন গ্রাহক পাওয়ার পর নেটফ্লিক্স এ পদক্ষেপ নিয়েছে সেটি জানা যায়নি।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আমরা এ পরীক্ষা-নিরীক্ষা থেকে অবশ্যই অনেক কিছু শিখেছি। শিগগিরই আরো নানা নতুন পরিকল্পনা নিয়ে আসছি।’
বেশ কিছুদিন আগেই নেটফ্লিক্সে চালু হয়েছে অ্যাড সাপোর্টেড প্লান। যেখানে গ্রাহকের মাসিক ভিত্তিতে ৪ দশমিক ৯৯ ইউরো পরিশোধের অফার করা হয়। তবে এটি কেনিয়ার জন্য প্রযোজ্য কিনা সে বিষয়ে প্রতিষ্ঠানের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কেনিয়ায় নেটফ্লিক্সের ‘সাবক্রিপশন ফ্রি’ প্ল্যানটি আগামী ১ নভেম্বর শেষ হবে। প্ল্যানটির অধীনে মানি হেইস্ট, ব্রিজারটন, ব্লাড অ্যান্ড ওয়াটারের মতো জনপ্রিয় নানা শো দেখার সুযোগ পেয়েছে কেনিয়ার মানুষ।