ব্যবহারকারীদের কথোপকথন আরও সুরক্ষিত রাখতে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের নাম সিক্রেট কোড। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ চ্যাট লক করে রাখতে পারবেন এবং সেই লক খোলার জন্য থাকবে একটি সিক্রেট কোড।
চ্যাট সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই একটি জরুরি ফিচার তার ব্যবহারকারীদের অফার করে হোয়াটসঅ্যাপ। সেটি হল হাইড চ্যাট বা চ্যাট লুকিয়ে রাখার বিশেষ বৈশিষ্ট্য। আপাতত ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা বিটা পরীক্ষকদের জন্য নিয়ে আসা হবে।
ডব্লিউএবিটাইনফোর বরাতে গ্যাজেটস ৩৬০ জানায়, এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচার ব্যবহারকারীদের লক করে রাখা চ্যাটের জন্য একটি কাস্টম পাসওয়ার্ড সেট করতে দেবে। এই ফিচারের মাধ্যমে দ্রুততার সাথে কোনো চ্যাট লক করে রাখা যাবে। পরবর্তীতে সার্চ বার থেকে সিক্রেট কোডটি টাইপ করলেই বেরিয়ে আসবে গোপন কোড দিয়ে সুরক্ষিত কথোপকথনটি। এই পাসওয়ার্ড একটি শব্দ বা একটি ইমোজি দিয়েও কাস্টমাইজ করে রাখা যাবে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ইতিমধ্যেই একাধিক এমন ফিচারের সুযোগ দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশনের মাধ্যমে অ্যাপ লকের সুবিধা রয়েছে। আবার পিন কোডের মতো ফিচারও রয়েছে। এখন যুক্ত হচ্ছে সিক্রেট কোড। এই ফিচারটি যে শুধু আপনার হোয়য়াটসঅ্যাপ চ্যাটের নিরাপত্তা বাড়াচ্ছে তা নয়, লক করে রাখা চ্যাট খুঁজে বের করা এবং তা অ্যাক্সেস করার কাজটিও সহজ করে দিয়েছে।
হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কম্প্যানিয়ন ডিভাইসের সঙ্গেও চ্যাট লক ইন্টিগ্রেট করার কাজ করছে। সিক্রেট কোড ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, বিটা পরীক্ষকদের জন্য তা খুব শিগগিরই নিয়ে আসা হবে। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যও সিক্রেট কোড ফিচারটি দ্রুত আনা হবে বলে জানা গেছে।