যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরের আগে থেকেই নিজস্ব চিপসেট তৈরি করছে হুয়াওয়ে। কিরিন চিপসেটের ডিভাইসও বাজারজাত করেছে। সম্প্রতি ফাইভজি প্রযুক্তিযুক্ত কিরিন ৯০০০এস উন্মোচন করেছে কোম্পানিটি। এর সম্পর্কে সেভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও গুঞ্জন রয়েছে কোম্পানিটি আরো একটি চিপসেট আনতে যাচ্ছে।
তথ্য ফাঁসকারীর দাবি, চলতি বছরের শেষ নাগাদ নতুন এ চিপসেটটি উন্মোচন করা হতে পারে। এটি কিরিন ৮ সিরিজের অন্তর্ভুক্ত হবে এবং হুয়াওয়ে নোভা ১২ সিরিজের সঙ্গে বাজারে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উইবোতে এক চীনা টিপস্টারের দাবি, চলতি বছরের শেষ নাগাদ হুয়াওয়ে কিরিন ৮ সিরিজের নতুন চিপসেট আনতে পারে। তবে এর নাম বা মডেল সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগে প্রকাশিত তথ্যানুযায়ী, উন্মোচনের অপেক্ষায় থাকা কিরিন ৮৩০ চিপসহ নোভা ১২ স্মার্টফোন বাজারে আসতে পারে।
সংশ্লিষ্টদের মতে, শুধু ভ্যানিলা মডেলে নতুন চিপসেট ব্যবহার করা হতে পারে। অন্যদিকে নোভা ১২ প্রো ডিভাইসে ৯০০০এস থাকতে পারে। হুয়াওয়ে মেট ৬০ সিরিজেও এ চিপসেট ব্যবহার করা হয়েছে। নতুন এ প্রসেসরে ফাইভজি নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকতে পারে বলে আশা প্রযুক্তিবিদদের। ফলে চিপটি কে তৈরি করবে সেটি নিয়েও প্রশ্ন উঠছে। কেননা চীনের কাছে প্রযুক্তিপণ্য ও উপাদান সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যে কারণে হুয়াওয়ের নতুন চিপ উৎপাদনের বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।