মাইক্রোসফটের মালিকানাধীন পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ও নতুন চাকরি খোঁজার মাধ্যম লিংকডইন আবারও কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি গতকাল সোমবার ৬৬৮ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো কর্মী ছাটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর আগে, হত মে মাসে প্রতিষ্ঠানটি ৭১৬ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল।
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে অনেক বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠাগুলোর মতো কর্মী ছাঁটাই করার দলে যোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও ২০২৩ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে লিংকডইনের রাজস্ব বছরে ৫ শতাংশ বেড়েছে।
লিংকডইন মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকে। এছাড়া নিয়োগ ও বিক্রয় পেশাদারদের সাবস্ক্রিপশন থেকেও প্রতিষ্ঠানটি আয় করে।
এক বিবৃতিতে লিংকডইন জানায়, আমরা আমাদের সাংগঠনিক কাঠামোকে খাপ খাইয়ে নিচ্ছি । চলমার বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং ভবিষ্যতের জন্য কৌশলগত অগ্রাধিকার খাতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের সদস্য এবং গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।
কর্মসংস্থান সংস্থা চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের তথ্য অনুসারে, প্রযুক্তি খাত এ বছরের প্রথমার্ধে সারা বিশ্বে প্রায় ১ লাখ ৪১ হাজার ৫১৬ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। যা গত বছর ছিল মাত্র ৬ হাজার।
অর্থনৈতিক মন্দার কারণে সারা বিশ্বের শ্রমবাজার এখন অস্থিতিশীল। প্রায় সময় বড় প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ইতিমধ্যে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে।
২০২২ সালের শেষ দিকে গুগল, মেটা, টুইটারসহ বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে বিশ্বে প্রথম একসঙ্গে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঢল শুরু হয়। সেই ঢল এখনো অব্যাহত। প্রযুক্তিপ্রতিষ্ঠান ছাড়াও অর্থ, গণমাধ্যম, অটোমোটিভসহ আরও নানা সেক্টর থেকে কর্মী ছাঁটাই চলছে।