একসঙ্গে একাধিক ব্যবহারকারী বা বন্ধুর কাছে বার্তা পাঠাতে হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট ফিচার চালু করে মেটা। এবার ফেসবুক ও মেসেঞ্জারেও একই সুবিধা অানতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
নতুন ফিচারের মাধ্যমে কোনো ব্যক্তি একই সঙ্গে একাধিক ব্যবহারকারীর কাছে বার্তা পাঠাতে পারবেন। বর্তমানে অনলাইনে গ্রাহক সংখ্যা বাড়াতে বিভিন্ন প্লাটফর্মের মধ্যে প্রতিযোগিতা চলছে। গ্রাহক আকৃষ্ট করতে তাই নতুন সব ফিচার আনা হচ্ছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিদ্বন্দ্বী মেসেজিং সেবা টেলিগ্রামে এ ফিচারের মাধ্যমে বিভিন্ন দেশের অধিবাসীরা বৈশ্বিক পর্যায়ে যোগাযোগ করে থাকে। এমতাবস্থায় নতুন এ ফিচার চালুর ঘোষণা দিল মেটা। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, বর্তমানে মেটা বিভিন্ন পেজের জন্য ব্রডকাস্ট চ্যানেল তৈরির সুবিধা পরীক্ষা করছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি চালু হতে পারে। গত মাসে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে দেড়শর বেশি দেশের ব্যবহারকারীদের জন্য চ্যানেলস ফিচার চালু করেছে মেটা।