২ হাজার কোটি ডলারে ক্লাউডভিত্তিক ডিজাইনার প্লাটফর্ম ফিগমা অধিগ্রহণ করেছিল অ্যাডোবি। বিষয়টি নিয়ে ফের তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর আগে গত সেপ্টেম্বরে তদন্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল। ইইউর নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা মূলত এ অধিগ্রহণের প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
তারা বলছেন, এর মাধ্যমে অ্যাডোবি তার অন্যতম প্রতিযোগী ফিগমাকে বাজার থেকে সরিয়ে দেবে। এতে এ খাতে প্রতিযোগিতা সীমাবদ্ধ হয়ে পড়বে।