সাধারণত ফিচার ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা ইউটিউব চলে না। কিন্তু সম্প্রতি বাজারে এসেছে এমন একটি ফোন যে ফোনে হোয়াটসঅ্যাপ, ইউটিউব তো চলবেই। এমনকি টিভিও দেখা যাবে।
ভারতের বাজারে এসেছে জিওফোন প্রিমা ৪জি। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফিচার ফোন। নকিয়াকে টক্কর দিবে এই হ্যান্ডসেটটি।
সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য আর স্মার্টফোন নয়, ফিচার ফোনেই জিও দিচ্ছে একাধিক সুবিধা।
এবছরের ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করেছে রিলায়েন্স জিও। অন্যান্য ফিচার ফোনের মতোই অনেকটা ডিজাইন, তবে বিশেষ আকর্ষণ, ফোনে থাকা সোশ্যাল মিডিয়া সাপোর্ট।
সংস্থার দাবি অনুযায়ী, জিও ফোন প্রিমা ৪জি মডেলে চলবে হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো অ্যাপস। বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো হল ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব। যেগুলো ছাড়া স্মার্টফোন ইউজাররা এক মুহূর্ত কল্পনা করতে পারেন না। এবার সেসব সুবিধা মিলবে এই ফিচার ফোনেই।
জিও ফোনের এই মডেলে থাকছে টিএফটি ডিসপ্লে। যার স্ক্রিন রেজুলেউশন ৩২০x২৪০ পিক্সেল। ওপরের দিকে খানিকটা গোল ডিজাইন রয়েছে। ব্যাক প্যানেলেও গোল ক্যামেরা ডিজাইন রেখেছে জিও। থাকছে একটি ব্যাক ক্যামেরা এবং একটি ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
স্টোরেজের ক্ষেত্রে মিলবে ১২৮ জিবি। ফোনটি চলবে আর্ম কর্টেক্স এ৫৩ চিপসেটে। এই ফোনে মিলবে 4G সাপোর্ট। অপারেটিং সিস্টেম রয়েছে কাইওএস। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে এফএম রেডিও, ব্লুটুথ ৫.০।
জিও’র এই ফোনে ১ বছর ওয়ারেন্টি দেওয়ার কথা জানিয়েছে সংস্থা। ডিভাইসটিতে জিও’র অ্যাপগুলোর ক্ষেত্রে জিও টিভি, জিও সিনেমা, জিও সাভান, জিও পে ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।