বিভ্রান্তিকর তথ্য থেকে বাঁচাতে প্রথম প্রান্তিকে বাজারে মোট ফোন ছাড়ার তথ্য প্রকাশ করেছে শাওমি। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটি সাড়ে ২৫ মিলিয়ন (২ কোটি ৭৫ লাখ) ইউনিট ফোন বাজারে ছেড়েছে বলা জানানো হয়েছে।
গত সপ্তাহে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) জানায়, প্রথম প্রান্তিকে শাওমি ২৫ মিলিয়ন (আড়াই কোটি) ফোন বিক্রি করেছে। ২০১৯ প্রথম প্রান্তিকে বিশ্বে শাওমির এই মুহূর্তে মার্কেট শেয়ার ৮%। যা গত বছর একই সময় ছিল ৮ শতাংশ । প্রতিষ্ঠানটির ইয়ার টু ইয়ার গ্রোথ কমেছে ১ শতাংশ । । অপরদিকে বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যানালিস জানায়, এই সময়ে শাওমির মোট ফোন বিক্রির পরিমাণ ২৭ দশমিক ৮ মিলিয়ন ইউনিট।
ক্যানালিসের তথ্যটি কাছাকাছি হলেও দুটি তথ্যই বিভ্রান্তিকর। আর তাই কোম্পানির পক্ষ থেকে প্রকৃত তথ্যটি প্রকাশ করা হয়েছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে বাজারে স্মার্টফোন সরবরাহ করার দিক থেকে শাওমির অবস্থান চতুর্থ। শাওমির চেয়ে এগিয়ে আছে অ্যাপল, হুয়াওয়ে ও স্যামসাং।