খুলনা মহানগরীর ২৪৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রায় ১ কোটি টাকা নিয়ে পালিয়েছেন মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের এক পরিবেশক। পাওনা টাকা পরিশোধের দাবিতে সোম ও মঙ্গলবার তাঁর প্রতিষ্ঠানের কার্যালয় ঘেরাও করেন ব্যবসায়ীরা।
ভুক্তভোগীরা জানান, খুলনায় নগদের অনুমোদিত পরিবেশক এন এস ট্রেডার্সের আওতায় ২৪৭ জন ক্ষুদ্র ব্যবসায়ী সেবা দেন। প্রতি বৃহস্পতিবার পরিবেশকের মাস্টার অ্যাকাউন্টে টাকা পাঠান। শনিবার টাকা ফেরত দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. খলিল তাদের সঙ্গে লেনদেন করেন।
গত বৃহস্পতিবার সবাই টাকা পাঠান। তবে শনিবার জানানো হয়, রোববার টাকা দেওয়া হবে। রোববার টাকা না পেয়ে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ব্যবস্থাপক খলিল পালিয়ে গেছেন। পরে সোমবার ক্ষুদ্র ব্যবসায়ীরা কার্যালয় ঘেরাও করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
জেলা মোবাইল ব্যাংকিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন আহমেদ জানান, কার্যালয় ঘেরাওয়ের পর মঙ্গলবার বিকেলের মধ্যে ২৫ লাখ টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিল। বাকি টাকা ধীরে ধীরে পরিশোধ করবে। তবে বিকেল ৫টা পর্যন্ত কেউ টাকা পাননি।
এ বিষয়ে নানাভাবে চেষ্টা করেও খলিল ও প্রতিষ্ঠানটির মূল মালিকের বক্তব্য জানা যায়নি। সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাশ বলেন, পরিবেশক প্রতিষ্ঠানটির মূল মালিক তাঁর পরিবেশকের টাকা নিয়ে পালানোর কথা স্বীকার করেছেন। তিনি নিজে টাকা ধীরে ধীরে ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন।