অপো আনল নতুন ফোন। মডেল অপো এ৭৯। এটি একটি ৫জি ফোন। এই সিরিজের এই ফোন সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
অপো এ৭৯ ৫জি হ্যান্ডসেটে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে এই ফোনে ২৬ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে বলে।
অপো এ৭৯ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২০ হাজার রুপি। গ্লোয়িং গ্রিন এবং মিস্ট্রি ব্ল্যাক-এই দুই রঙে লঞ্চ করেছে অপো।এই ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট (ন্যানো)। ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ভিত্তিক কালারওএস ১৩.১ ভার্সনে। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে। এই ফোনের র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব।
অপো এ৭৯ ৫জি ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। প্রাইমারি ক্যামেরা সেন্সরে ৭৭ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অপো এ৭৯ ফোনে শূন্য থেকে ৫১ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট। এছাড়াও এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটূথ ৫.৩ এবং ৩.৫ মিলিমিটারের টাইপ-সি ইউএসবি অডিও জ্যাক। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। আর রয়েছে ফেস আনলক ফিচার।