সেলফোনে প্রতিনিয়ত নতুন সব ফিচার যুক্ত হচ্ছে। আর এসব ফিচারের কারণে ব্যবহারকারীভেদে পছন্দের ডিভাইসেও ভিন্নতা দেখা যায়। ব্যবহারকারীদের আরো সুবিধা দিতে এবার চোখের ইশারায় সেলফোনের অ্যাপ নিয়ন্ত্রণের সুবিধা আসতে যাচ্ছে। স্মার্টফোন নির্মাতা কোম্পানি অনর এ সুবিধাযুক্ত ডিভাইস আনার ঘোষণা দিয়েছে।
বিশ্ববাজারে নতুন সব ডিভাইস আনছে অনর। এর অংশ হিসেবে শিগগিরই অনর ম্যাজিক ৬ আসবে। ডিভাইসটিতে আই-ট্র্যাকিং ফিচার থাকবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
স্মার্টফোন নির্মাতার দাবি, এ ফিচারের মাধ্যমে চোখ দিয়েই খোলা যাবে সেলফোনের অ্যাপ। দরকার পড়বে না ত্বকের স্পর্শের। হাত ছাড়াই চোখের ইশারায় কাজ করবে বিভিন্ন অ্যাপ্লিকেশন।
কোম্পানি ফিচারটির নাম দিয়েছে ম্যাজিক ক্যাপসুল। এটি অনেকটা আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো। তবে এতে রয়েছে আই-ট্র্যাকিং ফিচার। নতুন সেলফোনটি কোম্পানিটির সবচেয়ে দামি এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন। এ ফিচার ছাড়াও এতে যে সুবিধা রাখা হচ্ছে তার মাধ্যমে ডিভাইসের স্টোরেজে থাকা ভিডিওগুলো দিয়ে একটি কম্পিলেশন ভিডিও বানাতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া ভিডিওতে কারা রয়েছে তাদের ধরতে পারবে সেলফোনে থাকা এআই প্রযুক্তি।