শক্তিশালী ব্যাটারি ফোন বাজারে এলো। এই ফোন এনেছে মটোরোলা। মডেল মটো ই৩২এস। স্পেসিফিকেশন অনুযায়ী, মটো ই৩২এস ৯০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি, অ্যানড্রয়েড ১২ এবং ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা নিয়ে বাজারে এসেছে।
নতুন ফিচার নিয়ে আসা মটোরোলার নতুন স্মার্টফোনটিতে থাকবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। যার ফটোগ্রাফি এবং ভিডিও বেশ ভালো প্রমাণিত হতে পারে। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে মটোরোলা খুব কম দামের একটি স্মার্টফোনটি লঞ্চ করেছে, যা প্রিমিয়াম ডিজাইনের। মোটো ই৩২এস প্রাথমিক মূল্যে ৬ জুন থেকে বাজারে পাওয়া যাচ্ছে।
মটো ই৩২এস সেগমেন্টের প্রথম অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম বেশ দর্শনীয়। এতে আপনি দীর্ঘস্থায়ী ব্যাটারি সহ ১৬ মেগাপিক্সেল এআই চালিত ট্রিপল ক্যামেরা, ১৫ ওয়াট চার্জিং ক্ষমতা সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি পাবেন। ফোনটির ব্যাটারি বেশ ভালো বলে জানা গিয়েছে। ফুল চার্জ দেওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত চলবে এই স্মার্টফোন।