অ্যানড্রয়েড ফোনের চেয়ে আইফোন বেশি সুরক্ষিত। কিন্তু তারপরও অ্যাপলের তৈরি এই ফোন হ্যাক হতে পারে। একবার হ্যাকারদের হাতে ফোনের ব্যক্তিগত তথ্য গেলে বড় কান্ড ঘটতে পারে। তাই আগে ভাগে এই টিপসগুলো মেনে নিজের আইফোন সুরক্ষিত করুন।আইফোন সুরক্ষিত না কি অ্যানড্রয়েড? এই তর্ক নিয়ে নানা মতামত রয়েছে। কেউ আইফোনের পক্ষে থাকেন তো কেউ অ্যানড্রয়েডের। কিন্তু দিনের শেষে দুটাই ইলেক্ট্রনিক ডিভাইস। বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার থেকে ভাইরাস প্রবেশ করতে পারে ফোনে।
হ্যাকারদের দল এই সমস্ত ম্যালওয়্যার ভাইরাস ও ট্রিক নিয়ে প্রস্তুত থাকে। আইফোন ব্যবহারকারীর সামান্য ভুলে পাঁচকান হতে পারে ফোনের মেসেজ, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল হিস্ট্রি। তাই নিজের আইফোন কীভাবে সুরক্ষিত রাখবেন, ৭ টিপসের মাধ্যমে জেনে নিন।
আপ-টু-ডেট
আইফোনে যাতে কোনো ভাইরাস বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করতে না পারে, তার জন্য অ্যাপেলের পক্ষ থেকে একাধিক আপডেট রিলিজ করা হয়। ফোনের সেটিংসে গিয়ে নিয়মিত আইওএস সফটওয়্যার আপডেট করতে হবে। তাহলে ভাইরাসমুক্ত থাকবে ফোন।
সন্দেহজনক লিঙ্ক থেকে সাবধান
কম্পিউটারের মতোই আইফোনেও ভুয়া বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করলে হ্যাক হতে পারে ডিভাইস। যেকোনো ওয়েবসাইটে ভিজিট করার আগে তার ইউআরএল, নাম ও বানান দেখে নিন। পাশাপাশি পাবলিক ওয়াইফাই ব্যবহার এড়িয়ে চলতে হবে।
অ্যাপ কী পারমিশন চাইছে?
অনেক অ্যাপ তার কাজের বাইরে অনেক পারমিশন চায়। যে কাজের জন্য অ্যাপটি নামাচ্ছেন সেই সংক্রান্ত তথ্যের বাইরে, অন্য কিছু পারমিশন চাইলে সাবধান হতে হবে। এক্ষেত্রে ওই অ্যাপের রিভিউ এবং সুরক্ষিত কিনা যাচাই করে নিন।
শক্ত পাসওয়ার্ড
কেউ যদি আইক্লাউডে ফোন ব্যাকআপ করেন, তাহলে একটি শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। সুরক্ষা স্তর বাড়াতে অ্যাপেলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখতে পারেন। যেখানে পাসওয়ার্ডের পাশাপাশি বাড়তি ভেরিফিকেশন করতে হয়।
ফোনের সফটওয়্যার নিয়ে হেলাফেলা নয়
আইফোনের ব্যবহার করলে দেখবেন সফটওয়্যারের পক্ষ থেকে অনেক বিধিনিষেধ থাকে। অন্য কোনও অ্যাপ বা পরিষেবার লাভ তুলতে ওই বিধিনিষেধগুলো বন্ধ করবেন না একদম। এর ফলে ফোনের ইমিউনিটি কমে যাবে এবং সাইবার আক্রমণে ঝুঁকি বাড়বে স্মার্টফোনে।
ভুল ব্যক্তির হাতে ফোন দেবেন না
ভুল ব্যক্তির হাতে আইফোন গেলে তারা স্পাইওয়্যার ইনস্টল করাতে ফোনে। যার ফলে আপনার লোকেশন, কল হিস্ট্রি, এমনকী ইমেইলের অ্যাক্সেস চলে যেতে পারে হ্যাকারদের কাছে। তাই এই বিষয় নিয়ে সাবধান।
আইফোনে থাকে বিভিন্ন ত্রুটি
নতুন আইফোন হোক অথবা পুরনো স্মার্টফোনে, সবেতেই থাকে বিভিন্ন ত্রুটি। যা নিয়ে নির্দিষ্ট সময় অন্তর সাবধান করে সরকার ও বিশেষজ্ঞ মহল। এই ক্ষেত্রে আইফোনে কিছু প্রয়োজনীয় কাজ যেমন সফটওয়্যার আপডেট করা, ভুয়া অ্যাপ আনইনস্টল করা ইত্যাদি করতে হবে সময় মতো।