‘স্যামসাং এজ (এমপাওয়ারিং ড্রিমস, গেইনিং এক্সপেরিয়েন্স)’ ক্যাম্পাস প্রোগ্রামের গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর উই জাস্ট ট্রাইং। চূড়ান্ত পর্বে রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর এস টেন ইজ লাভ এবং ২য় রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ-এর হোয়াইট পেপার ।
স্যামসাং মোবাইল বাংলাদেশ আয়োজিত বাস্তবে ব্যবসায়িক সমস্যা এবং তা সমাধানে বিশ্লেষণ, চিন্তার স্পষ্টতা ও উদ্ভাবনী চিন্তা বিষয়ক ক্যাম্পাস প্রতিযোগিতায় তিনটি দলকে দেয়া হয়েছে মোট তিন লাখ টাকা মূল্যের পুরষ্কার। এছাড়াও স্যামসাংয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন ক্যাম্পাস প্রোগ্রামের বিজয়ী দলগুলো।
স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইয়ুন এ বিষয়ে জানিয়েছেন, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্যামসাংয়ের সকল পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২৯% পর্যন্ত ডিসকাউন্ট অফার দেয়ার মধ্য দিয়ে প্রোগ্রামটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এছাড়া গ্যালাক্সি এ সিরিজের নতুন ডিভাইসগুলো হাতে-কলমে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেয় ইউআইইউ, আইইউবি, এনএসইউ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ।