উইন্ডোজ ১০ ব্যবহারকারীরাও এখন থেকে মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট কো-পাইলটের প্রিভিউ বিল্ড ব্যবহার করতে পারবে। সম্প্রতি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য কো-পাইলট সংযোজনের কথা জানিয়েছিল প্রযুক্তি জায়ান্টটি।
কো-পাইলটের প্রিভিউ বিল্ড ইনস্টল করতে ও সম্ভাব্য কো-পাইলট অ্যাকসেস পেতে ব্যবহারকারীদের উইন্ডোজ ইনসাইডার টেস্টিং প্রোগ্রামে যুক্ত হতে হবে।
তবে মাইক্রোসফট জানায়, আবেদন করার সঙ্গে সঙ্গে কো-পাইলট অ্যাকসেস পাওয়া যাবে না। আবেদনকারীদের ডিভাইস কো-পাইলট চালানোর জন্য সক্ষম কিনা তা নিশ্চিত করতে মাইক্রোসফট কিছুটা সময় নেবে। এর পর মাইক্রোসফট উইন্ডোজ আপডেট সেটিংসে আপডেট করার মাধ্যমে কো-পাইলট উইন্ডোজে ১০ অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়ে যাবে।
মাইক্রোসফট কো-পাইলট চালানোর জন্য কম্পিউটার সিস্টেমে কমপক্ষে ৪ গিগাবাইট র্যাম এবং একটি ৭২০ পিক্সেলের ডিসপ্লে অ্যাডাপ্টার প্রয়োজন হবে। চ্যাটবট প্রিভিউটি বর্তমানে উত্তর আমেরিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকাসহ নির্বাচিত কিছু অঞ্চলে পাওয়া যাবে। তবে মাইক্রোসফটের কো-পাইলট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চালানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে।