এই রোজার মাসে আপনি আপনার স্মার্ট ফোনে নিম্নের ৩ টি কার্যকরী মোবাইল অ্যাপস ইন্সটল করে রাখতে পারেন। বলাতো যায় না কোন এক সময় কাজে লেগে যেতে পারে।
রমজান ক্যালেন্ডার ২০১৯
পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সুবিধার জন্য অ্যাপটি বানানো হয়েছে। অ্যাপটির মাধ্যমে আপনি চাইলেই বাংলাদেশের যেকোনো জেলার সাহ্রি ও ইফতারের সময়সূচি জানতে পারবেন।
অ্যাপে প্রতিদিনের সাহ্রির শেষ সময় ও ইফতারের সময়সূচি অ্যালার্ম আকারে পাওয়া যাবে। আরও আছে রমজান সম্পর্কিত বিভিন্ন দোয়া, হাদিস ইত্যাদি।
ডাউনলোড করতে ক্লিক করুন
মাহে রমজান ২০১৯
এই অ্যাপে ১৪৪০ হিজরি সালের রমজান মাসের সাহ্রি ও ইফতারের সময়সূচি আছে। সঙ্গে আছে সাহ্রি ও ইফতারের আগে পুশ আকারে দেওয়া বিজ্ঞপ্তির (নোটিফিকেশন) সুবিধা। রোজার নিয়ত এবং ইফতারের দোয়া, তাসবিহ এবং আল্লাহর ৯৯টি নামও পাওয়া যাবে এতে। অ্যাপের নকশাও বেশ নজরকাড়া।
ডাউনলোড করতে ক্লিক করুন
মাহে রমজান সময়সূচি ২০১৯:
জেলাভিত্তিক ইফতার ও সাহ্রির সময়সূচি থেকে শুরু করে ইফতারের দোয়া ও রোজার নিয়ত জানা যাবে এতে। আরও পাবেন ইফতারের সুন্নত আমলসমূহ। অ্যাপটিতে রোজা ভঙ্গের ও মাকরুহ হওয়ার কারণসমূহ জানা যাবে।
ডাউনলোড করতে ক্লিক করুন