মিক্সড রিয়ালিটি হেডসেটের বাজার প্রতিনিয়ত বাড়ছে। ২০২৪ সালে এতে যুক্ত হবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। সম্প্রতি স্যামসাং গ্লাস বাজারজাতে কোম্পানিটির নতুন পেটেন্ট আবেদনের অনুমোদন দেয়া হয়েছে।
স্যামসাংয়ের ওয়্যারেবল প্রযুক্তির ওপর অনেকটাই নির্ভরশীল এটি। প্রযুক্তিবিদদের ধারণা নতুন ওয়্যারেবলটি অ্যাপলের এক্সআর গ্লাসের সঙ্গে প্রতিযোগিতা করবে। আগামী বছরের শুরুতে ভিশন প্রো ডিভাইসের সঙ্গে প্রথমত প্রতিযোগিতা হবে। এরপর আসবে স্যামসাং গ্লাসেস। নভেম্বরের শুরুতে যুক্তরাজ্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে স্যামসাংয়ের নতুন পেটেন্ট আবেদনের অনুমোদন দেয়া হয়। এটি স্যামসাং গ্লাসেস নামে পরিচিত।
অ্যান্ড্রয়েড সেন্ট্রালের তথ্যানুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে হয়তো স্যামসাং গ্লাসেস বাজারে প্রবেশ করতে পারে। কোম্পানি সূত্রে জানা যায়, স্যামসাং বর্তমানে ৩০ হাজার ইউনিট ওয়্যারেবল ডিভাইস তৈরির কথা ভাবছে। প্রথম দফায় উৎপাদিত পণ্যের বিক্রি সাপেক্ষে পরবর্তী পর্যায়ের উৎপাদন শুরু হবে বলে জানা গেছে।