চিপের পাশাপাশি ডিভাইসে ব্যবহৃত বিভিন্ন পণ্য নিজস্ব প্রযুক্তিতে তৈরিতে কাজ করছে বিভিন্ন কোম্পানি। এর অংশ হিসেবে ফাইভজি মডেম চিপও তৈরি করতে চেয়েছিল অ্যাপল। তবে সম্প্রতি এ সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি।
সরবরাহ চেইন সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার একটি ওয়েব পোর্টাল এ তথ্য জানিয়েছে। অ্যাপল পুরো প্রকল্পটি বন্ধ করে দেয়ার প্রস্তুতি নিচ্ছে। চতুর্থ প্রজন্মের আইফোন এসইর জন্য একটি ফাইভজি মডেম ডিজাইন করতে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
টিপস্টার রেভেগনাস একটি জাপানি সূত্র থেকে অনুরূপ তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি মাসের শুরুতে এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ইন্টেলের মডেম ইউনিট কিনে নিলেও ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে অ্যাপল সম্ভবত নিজস্ব মডেমযুক্ত ফোন বাজারে আনবে। অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের আইফোনগুলোর জন্য কোয়ালকমের সঙ্গে মডেম চুক্তি বাড়ানোর কয়েক মাস পর এ খবর এসেছিল।
পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, অ্যাপল কয়েক বছর ধরে নিজস্ব মডেম ডিজাইন করার জন্য অসংখ্য বাধার মুখোমুখি হয়েছে। সেসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কোয়ালকম পেটেন্ট এড়ানো, কোয়ালকমের ফাইভজি গতির সঙ্গে প্রতিযোগিতা এবং মিলিমিটার তরঙ্গের মতো উন্নত ফাইভজি ব্যান্ডগুলোকে সমর্থন করে এমন প্রযুক্তি তৈরি করা।