বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য আয়ের সুযোগ করেতে ভিডিও পোস্টে আয়ের সুযোগ চালু করে । তবে নিম্নমানের ভিডিওর জন্য এখন ফেসবুকের সমালোচনা হচ্ছে।
আগামী কয়েক মাসের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসছে ভিডিও পোস্টে । এ–সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট জানিয়েছে, ফেসবুকের নতুন নীতিমালা অনুযায়ী, প্রকৃত কনটেন্টগুলোকে এখন সবচেয়ে গুরুত্ব দেবে ফেসবুক। এ ছাড়া যেসব ভিডিও মানুষ বেশিক্ষণ দেখে এবং যে ভিডিও বারবার দেখা হয়, ফেসবুকে সে ভিডিওগুলো বেশি গুরুত্ব পাবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা উচ্চ মানসম্পন্ন ভিডিওকে প্রাধান্য দিতে চায়। তারা মানুষ এমন ভিডিওগুলিকে অগ্রাধিকার দেবে যা লোকেরা খোঁজে এবং বারবার দেখতে ফিরে আসে। এ ভিডিওগুলোকে ফিচার আকারে প্রকাশ করবে তারা। যে ভিডিওগুলো অন্য ভিডিও থেকে কিছুটা সম্পাদনা করে তৈরি করা বা ভিডিওর মান খারাপ, সেগুলো গুরুত্বহীন হয়ে পড়বে।
ফেসবুকের এ সিদ্ধান্তের ফলে অনেক পেজ ও ভিডিওর ওপর প্রভাব পড়বে। যারা বিভিন্ন ভিডিও নিয়ে মিম বানিয়ে তা থেকে সুবিধা পাচ্ছেন, তা বন্ধ হয়ে যাবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, পেজে ভিডিও পোস্ট করে তা থেকে সুবিধা নিতে অনেকেই নানা গ্রুপে পোস্ট করেন। অনেক পেজের মালিককে অর্থ দিয়ে এসব ভিডিও পোস্ট করা হয়। ফেসবুক এ ধরনের সুযোগ রাখতে চায় না। যেসব পেজ থেকে ভিডিও শেয়ার করে সুবিধা নেওয়ার মতো কাজগুলো করা হয়, সেসব ভিডিওর ভিউ কমিয়ে দেওয়া হবে। এর বদলে যেসব ভিডিও মানুষ দেখে বেশি ও যেগুলোর ভক্ত বেশি, সেগুলোকে পুরস্কৃত করবে।
পুর্বে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিও নির্মাতাদের কমপক্ষে এক মিনিট দেখা হয় সেই সকল ভিডিও তৈরির জন্য উৎসাহ দিয়ে আসছে সব সময়।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যেসব ভিডিওর দর্শক কমপক্ষে তিন মিনিট পর্যন্ত থাকে, সে ভিডিওর প্রতি গুরুত্ব দেবে। ভালো মানের ভিডিও নির্মাতাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে তাদের এ ব্যবস্থা।