উইকিপিডিয়ায় ইতিহাস, সাম্প্রতিক ঘটনা, নানা বিষয়বস্তু এবং ব্যক্তি বিশেষ সম্পর্কে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন থাকে। অজানা কিছু জানতে বহু মানুষের ভরসা এই ওয়েবসাইট। সেখানে কোন কোন বিষয় সবথেকে বেশি পড়েছে মানুষ? ইংরেজি উইকিপিডিয়াতে ২০২৩ সালে সবথেকে বেশি পড়া হয়েছে চ্যাটজিপিটি সম্পর্কে।
উইকিপিডিয়াতে ওপেনএআইয়ের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল সম্পর্কে মানুষের অনুসন্ধান সবথেকে বেশি। এই ওয়েবসাইটে চ্যাটজিপিটির পেজ ভিউস ৪৯,৪৯০,৪০৬ তারপর রয়েছে ডেথ বা মৃত্যু। এই বিষয়ে পেজ ভিউস ৪২,৬৬৬,৮৬০ বার।
জানলে অবাক হবেন, এই তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে গত মাসে শেষ হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩।
এই টুর্নামেন্ট সম্পর্কিত প্রতিবেদনের পেজ ভিউস ৩৮,১৭১,৬৫৩ বার। এই টুর্নামেন্ট ২০২৩ সালের শেষ প্রান্তে হলেও মানুষের আগ্রহ ছিল দেখার মতো। চতুর্থ স্থানে ও পঞ্চম স্থানে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং হলিউড সিনেমা ওপেনহাইমার।
২০২৩ সালে উইকিপিডিয়াতে সবথেকে বেশি পড়া হয়েছে –
চ্যাটজিপিটি
ডেথ
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ
আইপিএল
ওপেনহাইমার (সিনেমা)
ক্রিকেট বিশ্বকাপ
জে রবার্ট ওপেনহাইমার
জওয়ান (সিনেমা)
২০২৩ আইপিএল
পাঠান (সিনেমা)
দ্য লাস্ট অব আস (টিভি সিরিজ)
টেলর সুইফট
বার্বি (সিনেমা)
ক্রিস্টিয়ানো রোনালদো
লিওনেল মেসি
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যাথিউ পেরি
মার্কিন যুক্তরাষ্ট্র
ইলন মাস্ক
অবতার : দ্য ওয়ে অব ওয়াটার (সিনেমা)
ভারত
লিসা মেরি প্রিসলি
গার্ডিয়ানস অব গ্যালাক্সি
রাশিয়া-ইউক্রেন
অ্যান্ড্রু টেট
মূলত, বছরের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে হয়েছে এমন ঘটনা, সিনেমা এবং ব্যক্তি বিশেষ সম্পর্কে বেশি অনুসন্ধান বেশি হয়েছে উইকিপিডিয়াতে। খেয়াল করার বিষয় হল, এখনও ২০২৩ শেষ হতে বেশ কয়েকদিন বাকি। তাই এই তালিকায় উপর নিচ হলেও হতে পারে।