স্মার্টফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট শেয়ারে ওয়ান টাইম পাসওয়ার্ড ফিচার চালু করেছে স্যামসাং। সম্প্রতি ভারতসহ বিশ্বের বিভিন্ন বাজারে থাকা গ্যালাক্সি স্মার্টফোনে ওয়ান ইউআই ৬ সফটওয়্যার আপডেটের সঙ্গে এ ফিচার যুক্ত করা হয়েছে।
ওটিপি ফিচারটি সাধারণত আধুনিক রাউটারে থাকা গেস্ট ওয়াই-ফাই নেটওয়ার্কের মতো কাজ করবে। এর মাধ্যমে অতিথিরা একবার কোড ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হতে পারবে। স্যামসাং ব্যবহারকারীরা তাদের ইন্টারনেট সেবা শেয়ার করতে চাইলে প্রতিবার ওটিপি লগইন করতে হবে। এক্ষেত্রে ব্যবহারকারীরা ওটিপিগুলো ম্যানুয়ালি সেট করতে পারবে না। স্যামসাংয়ের ডিভাইসে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে।
ওটিপিসহ মোবাইল হটস্পট চালু করতে ব্যবহারকারীদের ওয়ান ইউআই ৬ চালিত গ্যালাক্সি ডিভাইসের সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর সেখান থেকে কানেকশন প্রবেশ করতে হবে এবং মোবাইল হটস্পট ও টেথারিং চালু করতে হবে। ফিচারটির ওয়ান টাইম পাসওয়ার্ড অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয়ে তৈরি হবে। ব্যবহারকারীরা চাইলে কিউআর কোডের মাধ্যমেও হটস্পট শেয়ার করতে পারবে।