শাওমির অনলাইন ব্র্যান্ড রিয়েলমি নতুন দুই ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এগুলো হলো রিয়েলমি এক্স এবং রিয়েলমি এক্স ইয়ুথ। ১৫ মে চীনে ফোন দুইটি অবমুক্ত করা হবে। এই দুটি ফোনের হাত ধরেই চীনে প্রবেশ করবে রিয়েলমি।
চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক পোস্টে রিয়েলমি জানিয়েছে, ১৫ মে থেকে চীনের বাজারে ফোনটির বিক্রি শুরু হবে।
রিয়েলমি এক্স ফোনে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩০ চিপসেট। নিরাপত্তার এই ফোনে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ফাইভ প্রটেকশন। ফোনটিতে দ্রুতগতির চার্জিং সিস্টেম ভোক ৩.০ ব্যবহৃত হয়েছে।
ছবির জন্য থাকছে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
চীনে তিনটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। দাম শুরু হবে ১৫৯৯ চাইনিজ ইয়েন থেকে। বেজ ভার্সনে থাকবে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। হাইএন্ড ভার্সনটি পাওয়া যাবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম।