বিশ্বের প্রথম স্বচ্ছ ব্যাক প্যানেলের স্মার্টফোন এনে আলোচনায় এসেছিল নাথিং ফোন। পর পর দুইটি মডেল বাজারে আনে প্রতিষ্ঠানটি। এসব ফোনের দাম ছিল চড়া। ফলে ইচ্ছা থাকা স্বত্বেও অনেকে ক্রেতা এসব ফোন কিনতে পারেননি। এবার সাশ্রয়ী দামের ফোন আনছে নাথিং। মডেল নাথিং ফোন টুএ।
২০২৪ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির হবে নাথিং ফোন টুএ মডেল। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সেই দিক থেকে দেখতে গেলে ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করে যাবে ফোনটি। এখন প্রশ্ন হল, ফোনের দাম কত হতে পারে? ব্রার জানিয়েছেন, ডিভাইসের দাম হতে পারে ৪০০ মার্কিন ডলার।
নাথিং ফোন টু মডেলের পরবর্তী প্রজন্ম টু এ। বেশ কিছু দিন ধরে এই ফোন নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। এবার নাথিং ফোন টুএ-এর ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্তও বেশ কিছু জরুরি তথ্য জানা গেল। সেই সঙ্গে ফোনের ডিজাইন সম্পর্কেও একটা ধারণা পাওয়া গেল।
জানা গিয়েছে, দ্বিতীয় প্রজন্মের নাথিং ফোনের থেকে বেশ কিছুটা সস্তা হবে টুএ মডেল। টিপস্টার যোগেশ ব্রার এক্স (টুইটার) প্ল্যাটফর্মে দাবি করেছেন, ২০২৪ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে হাজির হবে নাথিং ফোন টুএ।
ফোনের ব্যাক প্যানেলটি নতুন করে ডিজ়াইন করা হচ্ছে। প্রোডাকশন ভ্যালিডেশন টেস্ট বা পিভিটির ছবিগুলো থেকে সেই ইঙ্গিত মিলেছে। পিভিটি ইউনিটগুলো হল সেই সব ইউনিট, যেগুলো খুব কম সংখ্যায় একটা কোম্পানি তৈরি করে মূলত ফোনের কার্যকারিতা, হার্ডওয়্যার উপাদান এবং গুণমান মূল্যায়ন করার জন্য।
ছবিতে নজরে এসেছে ফোনের একটি পাঞ্চ-হোল নচ ডিসপ্লে। ব্যাক প্যানেল একটু উদ্ভট করা হচ্ছে, উপরের দিকে মাঝ বরাবর হরাইজন্টালি প্লেস করা ক্যামেরা মডিউল থাকছে। তবে অন্য আর দুটি ফোনের মতো এই নাথিং ফোন টুএ-তেও গ্লিফ ইন্টারপ্লেস দেওয়া হচ্ছে। যদিও এই গ্লিফ ইন্টারফেস কিন্তু নাথিংয়ের অন্যান্য দুটি ফোনে দেখা যায়নি।
নাথিংয়ের তৃতীয় মডেলটিতে থাকছে ওলিড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। মিড-রেঞ্জ স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেওয়া হচ্ছে। পারফরম্যান্সের জন্য এতে থাকছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, যা পেয়ার করা থাকছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে থাকতে পারে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। ব্যাক ক্যামেরায় প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হচ্ছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।