রাগড বা মজবুত গঠনের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে নয়েজ। এটি কালারফিট ক্যাডেট নামে পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে সম্প্রতি এটি আনা হয়েছে এবং শিগগিরই এর বিক্রি শুরু হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
কালারফিট ক্যাডেট স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিটস পিক। এর রেজল্যুশন ৩৬৬×৪৪৮ পিক্সেল। এতে তিন শতাধিক ওয়াচ ফেস রয়েছে এবং অলয়েজ-অন ডিসপ্লে ফিচারও রয়েছে।
ডিসপ্লের চারপাশে মজবুত গঠনের মেটাল বডি রয়েছে। এর সঙ্গে ক্যামোফ্লেজ স্ট্র্যাপ রয়েছে। এছাড়া এতে রোটিটিং বা ঘোরানো যায় এমন একটি ক্রাউন ও ডান পাশে একটি বাটন দেয়া হয়েছে।
স্মার্ট ওয়্যারেবল ডিভাইসটিতে ট্রুসিঙ্ক প্রযুক্তি থাকায় ওয়্যারেবল ডিভাইসটিতে ব্লুটুথ কলিং থেকে শুরু করে কম বিদ্যুৎ ব্যয়ের সুবিধা পাওয়া যাবে এবং ডিভাইসে যুক্ত করতে কোনো সমস্যা হবে না।
নয়েজফিটের নতুন স্মার্টওয়াচটিতে ১২০টির বেশি স্পোর্টস মোড রয়েছে। এর মধ্যে সাঁতার, দৌড়, সাইক্লিং, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাও রয়েছে। নতুন ডিভাইসটিতে বেশকিছু স্বাস্থ্য সম্পর্কিত ফিচারও দিয়েছে নয়েজ। এর মধ্যে ২৪ ঘণ্টা হার্ট রেট মনিটর, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক এসডিওটু সেন্সর, স্লিপ ম্যাপিংসহ বিভিন্ন ফিচার রয়েছে।
এছাড়া ওয়্যারেবল ডিভাইসটিতে স্মার্ট নোটিফিকেশন, ক্যালকুলেটর, স্টপওয়াচ, ওয়েদার, অ্যালার্মসহ বিল্ট ইন গেমও রয়েছে।
নতুন উন্মোচনের কারণে কোম্পানির পক্ষ থেকে ২ হাজার ১৯৯ রুপি মূল্যে ডিভাইসটি কেনার সুযোগ দেয়া হয়েছে।
বিভিন্ন রঙের স্ট্র্যাপে ওয়্যারেবলটি কেনা যাবে। এর মধ্যে লুনার ব্ল্যাক, ব্ল্যাক ক্যামো ও মিলিটারি ক্যামো রয়েছে।