একবার পূর্ণ চার্জে আইফোন কতোক্ষণ চলবে তা বাড়িয়ে বলা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের এক ভোক্তা পরামর্শক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যভিত্তিক ভোক্তা অ্যাডভোকেসি গ্রুপ ‘হুইচ’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই গবেষণায় আইফোনের ৯টি ভিন্ন ভিন্ন মডেল নিয়ে একটি পরীক্ষা চালায় হুইচ। তাতে দেখা যায়, ফোনগুলোর ব্যাটারি লাইফ অ্যাপলের দাবিকৃত ব্যাটারি লাইফের চেয়ে ক্ষেত্রবিশেষে ১৮ থেকে ৫১ শতাংশ কম। গবেষণার গবেষণার ফলাফল অনুযায়ী, এক্ষেত্রে আইফোন এক্সআর এর ব্যাটারি লাইফ অ্যাপলের দাবি থেকে সবচেয়ে কম বলে প্রতীয়মান হয়েছে। মাত্র ১৬ ঘণ্টা ৩২ মিনিট কথা বলাতেই এর ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়। যদিও অ্যাপলের ওয়েবসাইটে দাবি করা হয় আইফোন এক্সআর এর ব্যাটারি লাইফ ২৫ ঘণ্টা।
প্রতিবেদনটির প্রতিক্রিয়ায় অ্যাপল জানায়, ‘আমরা প্রতিনিয়ত খুবই সূক্ষভাবে আমাদের পণ্যগুলো পরীক্ষা করে দেখি এবং আমাদের ব্যাটারি লাইফের দাবির পিছনের যুক্তিগুলো যাচাই করে থাকি। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে দৃঢ় সমন্বয়ের মাধ্যমে অ্যাপল আইফোনের ব্যাটারি লাইফকে সর্বাধিক মাত্রায় পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা আমাদের পরীক্ষা পদ্ধতিটির সঙ্গে হুইচ এর ফলাফলগুলো তুলনা করতে পারছি না, যেহেতু তারা তাদের পরীক্ষা পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ প্রতিবেদনটিতে প্রকাশ করেনি।’
হুইচ মূলত একটি স্বাধীন ব্রিটিশ ভোক্তা পরামর্শ গ্রুপ যা বিভিন্ন কোম্পানির পণ্য নিয়ে পরীক্ষা এবং পর্যালোচনা করে থাকে। গত মাসে অ্যামাজনের ফেক রিভিউ নিয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি। সূত্র : বিজনেস ইনসাইডার