ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা সাশ্রয়ী দামে নতুন ফোন আনল। মডেল লাভা স্ট্রম ৫জি। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ফোনটি অবমুক্ত করা হয়েছে।
লাভার নতুন ফোনে মিডিয়াটেক ডাইমেনশন ৬০৮০ প্রসেসর রয়েছে। যা আনটুটু স্কোর ৪,২০,০০০ পর্যন্ত গেমিং পারফরম্যান্স দেয়। নতুন এই ফোনে ৮ জিবি র্যাম পাবেন। ফলে আপনি যত খুশি অ্যাপ রাখতে পারবেন। আর একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবেন। এমনকি আপনি চাইলে আরও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজ অপশনও দেওয়া হচ্ছে, যা গেম, অ্যাপস এবং মাল্টিমিডিয়া কন্টেন্টের ক্ষেত্রে খুবই ভালো।
ফোনটিতে একটি ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। যা ১২০ হার্জ রিফ্রেশ রেট দেবে। এই ফোনটি দুইটি রঙ পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে, গেল গ্রিন এবং থান্ডার ব্ল্যাক। এর সঙ্গে, ওয়াল মাউন্ট করা আল্ট্রা-ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক দেওয়া হচ্ছে। ফোনটিতে একটি প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন রয়েছে, যাতে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে।
এখানেই শেষ নয়, এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির মতে, ফোনটিতে বার বার চার্জ দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও ফোনটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
অ্যানড্রয়েড ১৩ এর কারণে, ফোনটিতে একসঙ্গে অনেক কাজ করতে পারবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসরের কারণে, আপনাকে স্পিড নিয়ে বেশি ভাবতে হবে না। ভারতের বাজারে এই ফোনের দাম ১২ হাজার রুপি।