সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্তদের সুবিধার্থে ভারতের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক ল্যাপটপ উন্মোচন করেছে এমএসআই। কিছুদিন আগেই প্রেস্টিজ ১৩ ও ১৬ এআই ইভো সিরিজ বিশ্ববাজারে নিয়ে এসেছে কোম্পানিটি।
এমএসআই প্রেস্টিজ ১৩এআই ইভোতে ১৩ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২.৮কে, আসপেক্ট রেশিও ১৬:১০। ইন্টেলের কোর আল্ট্রা ৭ ও আল্ট্রা ৫ প্রসেসরসহ ল্যাপটপটি পাওয়া যাবে। এর সঙ্গে ইন্টেল আর্ক গ্রাফিকস রয়েছে।
এতে ৩২ জিবি র্যাম ও এনভিএমই এসএসডি স্টোরেজ, ৭৫ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ৬৫ ওয়াটের টাইপ সি পিডি চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া এতে ২ ওয়াটের দুটি স্পিকার, ডিটিএস অডিও, হাই-রেস অডিও, আইআর পুল এইচডি ওয়েবক্যাম, ব্লুটুথ ৫.৪, ওয়াইফাই ৭ রয়েছে।
প্রেস্টিজ ১৬ এআই ইভোতে ১৬ ইঞ্চির ফুল এইচডিপ্লাস রেজল্যুশনের আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেলের কোর আল্ট্রা সিরিজ। এতেও আর্ক গ্রাফিকস, ৩২ জিবি র্যাম ও এসএসডি স্টোরেজ রয়েছে।
৯৯.৯ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ১০০ ওয়াটের ইউএসবি টাইপ সি পিডি চার্জিং সুবিধাও রয়েছে। এমএসআই প্রেস্টিজ ১৬ এআই স্টুডিও হচ্ছে এ সিরিজের সবচেয়ে হাই এন্ড মডেল। এটি কিউএইচডিপ্লাস আইপিএস এলসিডি বা ইউএইচডিপ্লাস ওলেড প্যানেলে পাওয়া যাবে।
এতে ইন্টেলের কোর আল্ট্রা ৯ বা আল্ট্রা ৭ প্রসেসর, এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৪০৫০, আরটিএক্স ৪০৬০ অথবা আরটিএক্স ৪০৭০ গ্রাফিকস কার্ড ব্যবহার করা যাবে। এতে ৯৯.৯ ওয়াট আওয়ারের ব্যাটারি, ১৪০ ওয়াটের ইউএসবি টাইপ সি পিডি চার্জিং, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৪, এসডি কার্ড রিডার ও অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনো প্রেস্টিজ এআই সিরিজের দাম জানানো হয়নি।
বিশ্ববাজারে প্রেস্টিজ ১৩ এআই ইভোর দাম ১ হাজার ৪৯ ডলার, ১৬ এআই ইভোর দাম ১ হাজার ৩৯৯ ডলার থেকে শুরু।