যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের (ইউএসআইটিসি) দেয়া এক রায়ের কারণে ওয়াচ সিরিজ-৯ ও ওয়াচ আলট্রা-২ বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল। অন্য কোম্পানির নিবন্ধিত পেটেন্ট লঙ্ঘন করেছে টেক জায়ান্টটি, এমন অভিযোগের পর রায়টি আসে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ফেডারেল সার্কিট আদালতে আইটিসির রায় বাতিল করার জন্য আপিল করেছে অ্যাপল।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংস্থাটি জানায়, মার্কিন কাস্টমসের অনুমোদনের জন্য সিরিজ-৯ ও আলট্রা-২ ঘড়ির পুনরায় নকশা করা সংস্করণ আমদানির জন্য আইনি ও প্রযুক্তিগত উভয় বিকল্প অনুসরণ করছে।
একইদিন জরুরি আপিলে অস্থায়ী স্থগিতাদেশের অনুরোধ করে অ্যাপল। আগামী ১২ জানুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে আপিল চলমান অবস্থায় নিষেধাজ্ঞা জারি থাকবে।
অ্যাপল এক বিবৃতিতে জানায়, পণ্য ও পরিষেবা তৈরি করতে আমরা অক্লান্ত পরিশ্রম করি। এসব পণ্য ব্যবহারকারীদের জীবনকে প্রভাবিত করে। অ্যাপল ওয়াচের বিজ্ঞানসম্মত স্বাস্থ্য ও ফিটনেস পরিষেবার জন্য অনেক বছর কাজ করেছি আমরা। আমাদের মূল চালিকাশক্তি ক্লিনিকাল, ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং দল। আমরা ইউএসআইটিসির সিদ্ধান্ত ও এর ফলে বিক্রি বন্ধের আদেশের সঙ্গে একমত নই। যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে অ্যাপল ওয়াচ সিরিজ-৯ ও আলট্রা-২ ফেরত আনার ব্যবস্থা নিচ্ছি।
গত অক্টোবরে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন রায় দেয় যে পালস অক্সিমিটার পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল। মেডিকেল ডিভাইস নির্মাতা মাসিমো এ অভিযোগ তোলে।
অ্যামাজন ও বেস্ট বাইসহ অন্যান্য খুচরা বিক্রেতারা তাদের স্টোর ও অনলাইনে অ্যাপল ঘড়ির অবশিষ্ট স্টক বিক্রি করছে। তবে নিষেধাজ্ঞার কারণে আটকে গেছে অ্যাপলের পরবর্তী সরবরাহ।